পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ ব্ল্যাকম্যান বিক্রিয়া কী ? উত্তর: বিজ্ঞানী ব্ল্যাকম্যান (1905) প্রথম সালােকসংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলি আবিষ্কার করেছিলেন বলে তাঁর নাম অনুসারে অন্ধকার বিক্রিয়াগুলিকে একত্রে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে। তিনি প্রথম সালােকসংশ্লেষ প্রক্রিয়াটিকে আলােক দশা ও অন্ধকার দশায় বিভক্ত করেন। অন্ধকার দশায় কার্বনের আত্তীকরণ, গ্লুকোজ সংশ্লেষ RuBP পুনঃসংশ্লেষ প্রভৃতি ঘটে।