বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
দুটি সালােকসংশ্লেষকারী অণুজীবের নাম লেখাে যারা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন আবদ্ধ করে।
উত্তর:
Nostoc (Cyanobacteria),
Thiospirillum (Bacteria)।
প্রশ্ন:২
ব্রাজিলিয়ান ঘাসের সাথে সম্পর্ক স্থাপন করে কোন্ জীব নাইট্রোজেন আবদ্ধ করে ?
উত্তর:
Azospirillum lipoferum।
প্রশ্ন:৩
মিথােজীবীয় নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
Rhizobium sp.
প্রশ্ন:৪
কোন্ মৌল ফসফোরাইলেশন বিক্রিয়ায় সাহায্য করে ?
উত্তর:
ফসফরাস।
প্রশ্ন:৫
কোন্ মৌলটি উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে ?
উত্তর:
কার্বন।
প্রশ্ন:৬
নাইট্রেট রিডাক্টেজ উৎসেচকের কাজে কোন্ মৌল সহায়তা করে ?
উত্তর:
মলিবডেনাম।
প্রশ্ন:৭
কোন্ ট্রেস এলিমেন্ট জল ও ক্যালশিয়ামের শশাষণ বৃদ্ধি করে ?
উত্তর:
বােরন।
প্রশ্ন:৮
দুটি জীবের নাম করাে যারা মিথােজীবীয় সম্পর্কের দ্বারা নাইট্রোজেন আবদ্ধ করতে পারে।
উত্তর:
লেগিউম উদ্ভিদ ও Rhizobium bacterium।
প্রশ্ন:৯
নাইট্রিফিকেশন কী ?
উত্তর:
অ্যামােনিয়া থেকে নাইট্রাইট ও পরে নাইট্রেটে পরিণত হওয়াকে।
প্রশ্ন:১০
কোন্ কোন্ খনিজ মৌলের অভাবে ক্লোরােসিস রােগ হয় ?
উত্তর:
নাইট্রোজেন, লৌহ, ম্যাগনেশিয়াম।
✷✷✷
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ২[NEXT]
✷✷✷

Comments
Post a Comment