বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
জীবদেহের বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে বন্ধ হয়। একে বলে—
(a) দৈহিক বৃদ্ধি
(b) জননগত বৃদ্ধি
(c) সমানুপাতী বৃদ্ধি
(d) নিয়ত বৃদ্ধি
উত্তর: D
প্রশ্ন:২
একক সময়ে উদ্ভিদের বৃদ্ধিকে বলে—
(a) AGR-Absolute Growth Rate
(b) RGR-Relative Growth Rate
(c) a ও b দুটিই
(d) কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
উদ্ভিদদেহ যখন প্রস্থে বৃদ্ধি পায় তাকে বলে—
(a) গৌণ বৃদ্ধি
(b) প্রাথমিক বৃদ্ধি
(c) বিচ্ছিন্ন বৃদ্ধি
(d) অক্সেনটিক বৃদ্ধি
উত্তর: A
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি প্রকল্পিত হরমােন—
(a) সাইটোকাইনিন
(b) ন্যাপথালিন
(c) ভার্নালিন
(d) অক্সিন
উত্তর: C
প্রশ্ন:৫
বৃদ্ধি জীবের—
(a) স্থায়ী পরিবর্তন
(b) অস্থায়ী পরিবর্তন
(c) পরিবর্তনই হয় না
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি বৃদ্ধিনিয়ন্ত্রক কিন্তু হরমােন নয় ?
(a) অক্সিন
(b) কাইনিন
(c) ইথিলিন
(d) পলিঅ্যামাইন
উত্তর: D
প্রশ্ন:৭
যে বৃদ্ধিতে দেহের সব অঙ্গ সম অনুপাতে বাড়ে তাকে বলে—
(a) অসমানুপাতী বৃদ্ধি
(b) সমানুপাতী বৃদ্ধি
(c) নিয়ত বৃদ্ধি
(d) জননগত বৃদ্ধি
উত্তর: B
প্রশ্ন:৮
সবিরাম লেখচিত্র দেখা যায়—
(a) একবর্ষজীবী উদ্ভিদের
(b) দ্বিবর্ষজীবী উদ্ভিদের
(c) বহুবর্ষজীবী উদ্ভিদের
(d) কোনোটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৯
বৃদ্ধির যে দশায় বৃদ্ধির হার খুব কম থাকে তাকে বলে—
(a) সীমিত বৃদ্ধিকাল
(b) বিলম্বকাল
(c) দ্রুত বৃদ্ধিকাল
(d) স্থিরকাল
উত্তর: B
প্রশ্ন:১০
যে বৃদ্ধিতে জীবের কোশের আয়তন বৃদ্ধি পায় কিন্তু সংখ্যা বাড়ে না—
(a) অক্সেনটিক বৃদ্ধি
(b) অবিচ্ছিন্ন বৃদ্ধি
(c) বিচ্ছিন্ন বৃদ্ধি
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৮[PREV]
✸✸✸

Comments
Post a Comment