বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
কোন্ ফলের মধ্যত্বক তন্তুময় ?
উত্তর:
নারকেলের।
প্রশ্ন:২
দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিলের বৈশিষ্ট্য কী ?
উত্তর:
নালিকা বান্ডিল সমপার্শ্বীয় ও মুক্ত প্রকৃতির।
প্রশ্ন:৩
কোন্ উদ্ভিদের বীজে রােম বা প্যাপাস থাকে ?
উত্তর:
গাঁদা, সূর্যমুখী।
প্রশ্ন:৪
যান্ত্রিক পদ্ধতিতে বীজ বিস্তার করে এমন দুটি বীজের উদাহরণ দাও।
উত্তর:
দোপাটি, বরবটি।
প্রশ্ন:৫
দ্বিবীজপত্রী সস্যল ও অসস্যল বীজের উদাহরণ দাও।
উত্তর:
সস্যল—রেড়ি,
অসস্যল—মটর।
প্রশ্ন:৬
শ্বেতসার আবরণী কোথায় থাকে ?
উত্তর:
দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে।
প্রশ্ন:৭
রােমশ উপবৃদ্ধি দেখা যায় কোন্ বীজে ?
উত্তর:
তুলা বীজে।
প্রশ্ন:৮
কোন্ ফলে বেলুন পদ্ধতিতে বীজের বিস্তার লাভ করে ?
উত্তর:
টেপারি, শিবঝুল।
প্রশ্ন:৯
ধুনুচি পদ্ধতিতে বীজ বিস্তার লাভ করে কোন্ উদ্ভিদের ?
উত্তর:
পােস্ত গাছে।
প্রশ্ন:১০
কোন্ উদ্ভিদের পুষ্পক্ষ স্পঞ্জের মতাে ?
উত্তর:
পদ্ম।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৯[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১১[NEXT]
✸✸✸

Comments
Post a Comment