বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
পােটোমিটার ব্যবহার করা হয় পরিমাপ করতে—
(a) আলােকের তীব্রতা
(b) বৃদ্ধির হার
(c) সালােকসংশ্লেষের হার
(d) বাষ্পমােচনের হার
উত্তর: D
প্রশ্ন:২
উদ্ভিদের নিঃস্রাবণ ঘটে কার মাধ্যমে—
(a) স্টোমাটা
(b) হাইডাথোড
(c) লেন্টিসেল
(d) কিউটিকল
উত্তর: B
প্রশ্ন:৩
বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের ফলে বাষ্পমােচনের হার—
(a) বৃদ্ধি পাবে
(b) ধীরে ধীরে হ্রাস পাবে
(c) দ্রুত হ্রাস পাবে
(d) কোনাে প্রকার পরিবর্তন হবে না
উত্তর: A
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ কলা উদ্ভিদদেহে জল ও পরিপােষক পরিবহণ করে ?
(a) এপিডারমিস কলা
(b) নালিকা বান্ডিল
(c) মেরিস্টেম
(d) ভূমিকলা
উত্তর: B
প্রশ্ন:৫
বীজের অঙ্কুরোদগমের জন্য বীজটিকে আদর্শ পরিবেশে রাখা হল। প্রাথমিক পর্যায়ে বীজের মধ্যে জলের অনুপ্রবেশ ঘটে যে পদ্ধতিতে সেটি হল—
(a) মূলজ চাপ
(b) শােষণ
(c) অভিস্রবণ
(d) আত্মভূতি বা ইমবাইবিশন
উত্তর: D
প্রশ্ন:৬
উদ্ভিদদেহে উর্ধ্বমুখী জলসংবহন করে—
(a) জাইলেম
(b) ক্যাম্বিয়াম
(c) কর্টেক্স
(d) ফ্লোয়েম
উত্তর: A
প্রশ্ন:৭
হাইডাথােডের মাধ্যমে জল যখন খনিজ লবণের সঙ্গে বেরিয়ে আসে তখন তাকে বলে—
(a) বাষ্পমােচন
(b) বাষ্পীভবন
(c) ট্রান্সক্রিপশন
(d) নিঃস্রাবণ
উত্তর: D
প্রশ্ন:৮
বাষ্পমােচনের হার উদ্ভিদদেহে বৃদ্ধি পায় যখন—
(a) বায়ুমণ্ডলের আবহাওয়া শুষ্ক থাকে
(b) উষ্ণতা বৃদ্ধি পেলে
(c) আবহাওয়ার আদ্রর্তা বাড়লে
(d) আবহাওয়া শুষ্কতা ও উষ্ণতা বৃদ্ধি পেলে
উত্তর: D
প্রশ্ন:৯
বাষ্পাকারে উদ্ভিদদেহ থেকে জলের নির্গমনকে বলা হয়—
(a) নিঃস্রাবণ
(b) আন্তঃশােষণ
(c) বাষ্পমােচন
(d) পরিবহণ
উত্তর: C
প্রশ্ন:১০
মূলজ চাপ নির্ণয়কারী যন্ত্রটি হল—
(a) অসমােমিটার
(b) পােটোমিটার
(c) ম্যানােমিটার
(d) পােরােমিটার
উত্তর: C
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৩[NEXT]
✸✸✸

Comments
Post a Comment