বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
PEP-CK উৎসেচক কোশের কোথায় থাকে ?
উত্তর:
সাইটোসলে থাকে।
প্রশ্ন:২
কে নাইট্রোজিনেজকে রক্ষা করে ?
উত্তর:
লেগহিমােগ্লোবিন রঞ্জক পদার্থ।
প্রশ্ন:৩
ফটোসিস্টেমের অ্যান্টেনাকেন্দ্রে থাকে এরূপ দুটি প্রােটিনের নাম লেখাে।
উত্তর:
PsaA এবং PsaB।
প্রশ্ন:৪
অটোট্রপস কী ?
উত্তর:
যে সকল জীব নিজ খাদ্য সালােকসংশ্লেষের দ্বারা তৈরি করতে পারে।
প্রশ্ন:৫
‘কোয়ান্টাজোম’ শব্দের প্রবক্তা কে ?
উত্তর:
বিজ্ঞানী পার্ক ও বিগিনস্।
প্রশ্ন:৬
হেটারােট্রপস কী ?
উত্তর:
যে সকল জীব নিজ খাদ্য প্রস্তুত করতে অক্ষম। নিজেদের পুষ্টির জন্য স্বতভাজীদের উপর নির্ভরশীল।
প্রশ্ন:৭
ব্যাকটেরিয়ার সালােকসংশ্লেষ কী প্রকারের পদ্ধতি ?
উত্তর:
তাপমােচী।
প্রশ্ন:৮
ক্লোরােসিস কী ?
উত্তর:
ক্লোরােফিল উপাদানের হ্রাসের ফলে পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরােসিস বলে।
প্রশ্ন:৯
ATP সিন্থেজের আণবিক ওজন কত ?
উত্তর:
400 কিলােডালটন।
প্রশ্ন:১০
কোয়ান্টাজোমের আয়তন কত ?
উত্তর:
180 Å*160 Å*100 Å।

Comments
Post a Comment