নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
ক্রেবস চক্র হল—
(a) সবাত শ্বসন
(b) অবাত শ্বসন
(c) অপচিতি প্রক্রিয়া
(d) ওপরের কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন:২
ক্রেবস চক্রে বিক্রিয়ার পর্যায়ক্রম—
(a) কিটোগ্লুটারিক অ্যাসিড→আইসােসাইট্রিক অ্যাসিড→অক্সালাে সাকসিনিক অ্যাসিড
(b) আইসােসাইট্রিক অ্যাসিড→অক্সালাে সাকসিনিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক
(c) আইসােসাইট্রিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক অ্যাসিড→অক্সালাে সাকসিনিক অ্যাসিড
(d) অক্সালাে সাকসিনিক অ্যাসিড→আইসােসাইট্রিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক
উত্তর: B
প্রশ্ন:৩
EMP থেকে মােট উৎপন্ন হয়—
(a) 6 ATP
(b) 8 ATP
(c) 24 ATP
(d) 38 ATP
উত্তর: B
প্রশ্ন:৪
ক্রেবস চক্রে NAD কী হিসেবে কাজ করে ?
(a) অক্সিজেনের গ্রহীতা
(b) হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রনের গ্রহীতা
(c) অক্সিজেনের দাতা
(d) ফসফেট আয়নের দাতা
উত্তর: B
প্রশ্ন:৫
কোন্ পদার্থটি গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযুক্ত করে ?
(a) পাইরুভেট
(b) রাইবিউলেজ বিসফসফেট
(c) অ্যাসিটাইল Co-A
(d) সাকসিনেট
উত্তর: C
প্রশ্ন:৬
ক্রেবস চক্রের/সাইট্রিক অ্যাসিড চক্রের শেষে উৎপন্ন বস্তু হল—
(a) সাইট্রিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) পাইরুভিক অ্যাসিড
(d) CO2 ও H2O
উত্তর: D
প্রশ্ন:৭
পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত ?
(a) 6
(b) 3
(c) 2
(d) 1
উত্তর: B
প্রশ্ন:৮
ক্রেবস চক্রে কী হয় ?
(a) পাইরুভিক অ্যাসিড CO2 এবং H2O-তে পরিণত হয়
(b) ATP পরিণত হয় ATP-এ
(c) গ্লুকোজ CO2-এ পরিণত হয়
(d) গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়
উত্তর: A
প্রশ্ন:৯
ক্রেবস চক্র কোথায় হয় ?
(a) ER-এর ভেসিকলে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c) ডিকটিওজোমে
(d) ক্লোরােপ্লাস্টে
উত্তর: B
প্রশ্ন:১০
পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল CoA-তে পরিণত হওয়ার সময় উৎপন্ন হয়—
(a) CO2 এবং H2O
(b) CO2 এবং NADH+H+
(c) CO2 এবং NAD
(d) CO2 এবং O2
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১১[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৩[NEXT]
✸✸✸
Comments
Post a Comment