বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
ক্রেবস চক্র হল—
(a) সবাত শ্বসন
(b) অবাত শ্বসন
(c) অপচিতি প্রক্রিয়া
(d) ওপরের কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন:২
ক্রেবস চক্রে বিক্রিয়ার পর্যায়ক্রম—
(a) কিটোগ্লুটারিক অ্যাসিড→আইসােসাইট্রিক অ্যাসিড→অক্সালাে সাকসিনিক অ্যাসিড
(b) আইসােসাইট্রিক অ্যাসিড→অক্সালাে সাকসিনিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক
(c) আইসােসাইট্রিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক অ্যাসিড→অক্সালাে সাকসিনিক অ্যাসিড
(d) অক্সালাে সাকসিনিক অ্যাসিড→আইসােসাইট্রিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক
উত্তর: B
প্রশ্ন:৩
EMP থেকে মােট উৎপন্ন হয়—
(a) 6 ATP
(b) 8 ATP
(c) 24 ATP
(d) 38 ATP
উত্তর: B
প্রশ্ন:৪
ক্রেবস চক্রে NAD কী হিসেবে কাজ করে ?
(a) অক্সিজেনের গ্রহীতা
(b) হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রনের গ্রহীতা
(c) অক্সিজেনের দাতা
(d) ফসফেট আয়নের দাতা
উত্তর: B
প্রশ্ন:৫
কোন্ পদার্থটি গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযুক্ত করে ?
(a) পাইরুভেট
(b) রাইবিউলেজ বিসফসফেট
(c) অ্যাসিটাইল Co-A
(d) সাকসিনেট
উত্তর: C
প্রশ্ন:৬
ক্রেবস চক্রের/সাইট্রিক অ্যাসিড চক্রের শেষে উৎপন্ন বস্তু হল—
(a) সাইট্রিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) পাইরুভিক অ্যাসিড
(d) CO2 ও H2O
উত্তর: D
প্রশ্ন:৭
পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত ?
(a) 6
(b) 3
(c) 2
(d) 1
উত্তর: B
প্রশ্ন:৮
ক্রেবস চক্রে কী হয় ?
(a) পাইরুভিক অ্যাসিড CO2 এবং H2O-তে পরিণত হয়
(b) ATP পরিণত হয় ATP-এ
(c) গ্লুকোজ CO2-এ পরিণত হয়
(d) গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়
উত্তর: A
প্রশ্ন:৯
ক্রেবস চক্র কোথায় হয় ?
(a) ER-এর ভেসিকলে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c) ডিকটিওজোমে
(d) ক্লোরােপ্লাস্টে
উত্তর: B
প্রশ্ন:১০
পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল CoA-তে পরিণত হওয়ার সময় উৎপন্ন হয়—
(a) CO2 এবং H2O
(b) CO2 এবং NADH+H+
(c) CO2 এবং NAD
(d) CO2 এবং O2
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১১[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৩[NEXT]
✸✸✸

Comments
Post a Comment