পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন
প্রশ্ন:১
ইন্দোনেশিয়া মূলত কোন্ রাষ্ট্রের উপনিবেশ ছিল ? কবে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে ?
উত্তর:
ইন্দোনেশিয়া মূলত নেদারল্যান্ডস্-এর উপনিবেশ ছিল। ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
প্রশ্ন:২
কোন্ কোন্ অঞ্চল নিয়ে ইন্দোচিন গঠিত ছিল ?
উত্তর:
লাওস, কম্বােডিয়া, আন্নাম, কোচিন-চিন ও টংকিং—এই পাঁচটি অঞ্চল নিয়ে ইন্দোচিন গঠিত ছিল।
প্রশ্ন:৩
ঠান্ডা লড়াইয়ের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর:
ঠান্ডা লড়াইয়ের দুটি বৈশিষ্ট্য হল—
(১) মার্কিন যুক্তরাষ্ট্র N.A.T.O., SEATO, CENTO ইত্যাদি জোট গঠন করে এবং এর বিপরীতে রাশিয়া ওয়ারশ চুক্তি নামে একটি সামরিক জোট গঠন করে।
(২) দুইপক্ষ সামরিক সজ্জায় সজ্জিত হলেও যুদ্ধ থেকে বিরত থাকে।
প্রশ্ন:৪
মরক্কো কাদের উপনিবেশ ছিল ? কত খ্রিস্টাব্দে মরক্কোর স্বাধীনতা স্বীকৃত হয় ?
উত্তর:
মরক্কো ফ্রান্স ও স্পেনের উপনিবেশ ছিল।১৯৫৬ খ্রিস্টাব্দের ৫ এপ্রিল মরক্কোর স্বাধীনতা স্বীকৃত হয়।
প্রশ্ন:৫
যে দ্বীপগুলি নিয়ে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র গঠিত হয়েছে তাঁর যে-কোনাে একটির নাম করাে। এই দেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ?
উত্তর:
জাভা ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের একটি দ্বীপ।ড. সুকর্নো ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট।
প্রশ্ন:৬
আলজিরিয়া কোন্ রাষ্ট্রের উপনিবেশ ছিল ? কত আলজিরিয়ার স্বাধীনতা স্বীকৃত হয় ?
উত্তর:
আফ্রিকার আলজিরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। ১৯৬২ খ্রিস্টাব্দে গণভােটের মাধ্যমে আলজিরিয়ার স্বাধীনতা স্বীকৃত হয়।
প্রশ্ন:৭
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উপনিবেশগুলিতে জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যের দুটি কারণ উল্লেখ করাে।
উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উপনিবেশগুলিতে জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যের দুটি কারণ হল—
(১) দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্র জয়লাভ করলেও দুর্বল হয়ে পড়েছিল।
(২) যুদ্ধের সূচনায় জার্মানি ও জাপানের হাতে ইংল্যান্ড ফ্রান্সের পরাজয় উপনিবেশগুলিকে জাতীয়তাবাদী আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল।
প্রশ্ন:৮
ভারতে চারটি ফরাসি উপনিবেশের নাম করাে।
উত্তর:
ভারতে চারটি ফরাসি উপনিবেশ হল—
(১) চন্দননগর,
(২) পন্ডিচেরি,
(৩) মাহে ও
(৪) কারিকল।
ফরাসি সরকার ১৯৫১ খ্রিস্টাব্দে চন্দননগর এবং ১৯৫৪ খ্রিস্টাব্দে পন্ডিচেরি, মাহে ও কারিকল ভারত সরকারের হাতে তুলে দেয়।
প্রশ্ন:৯
ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ? এই দেশের অন্তর্ভুক্ত একটি দ্বীপের নাম করাে।
উত্তর:
১৯৪৯ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। ইন্দোনেশিয়ার একটি দ্বীপ হল জাভা।
প্রশ্ন:১০
‘বর্ণ’ বৈষম্য কথাটির অর্থ কী ?
উত্তর:
ধর্ম ও জাতির নিরিখে মানুষকে ‘মনুষ্যেতর’ বর্গে বিবেচনা করাকে বলা হয় বর্ণ বৈষম্য। এই বর্ণ বৈষম্যের ভিত্তিতেই শ্বেতাঙ্গ ইংরেজদের কাছে কৃষ্ণাঙ্গ ভারতীয়রা ছিল কালা আদমি। এই বর্ণ বৈষম্য নীতির প্রয়ােগ ঘটিয়েই দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গরা অত্যাচার চালায়।

Comments
Post a Comment