ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
রক্ষীকোশের প্রধান কাজ কী ?
উত্তর:
স্টোমাটা খােলা বা বন্ধে সাহায্য করা।
প্রশ্ন:২
স্টোমাটা খোলা বা বন্ধে কোন্ হরমােন ভূমিকা নেয় ?
উত্তর:
ABA (অ্যাবসাইসিক অ্যাসিড), সাইটোকাইনিন।
প্রশ্ন:৩
'OP'- এর পুরাে নাম কী ?
উত্তর:
Osmotic Pressure (অভিস্রবণীয় চাপ)।
প্রশ্ন:৪
অ্যান্টিট্রান্সপিরান্ট বা বাষ্পমােচন বিরােধী যৌগ কী ?
উত্তর:
যে সকল যৌগরা বাষ্পমােচনে বাধা দেয়।
প্রশ্ন:৫
দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণে অভিস্রবণ ঘটে কার উপস্থিতিতে ?
উত্তর:
অর্ধভেদ্য পর্দার উপস্থিতিতে।
প্রশ্ন:৬
ψs-এর অর্থ কী ?
উত্তর:
অভিস্রবণীয় বিভব।
প্রশ্ন:৭
জলজ চাপ নির্ণয়ের একক কী ?
উত্তর:
পাস্কাল।
প্রশ্ন:৮
কোন্ যন্ত্রের মাধ্যমে বাম্পমােচনের হার নির্ণয় করা হয় ?
উত্তর:
পােটোমিটার।
প্রশ্ন:৯
প্রােটোপ্লাস্ট কী ?
উত্তর:
প্লাজমা পর্দা ও প্রােটোপ্লাজমকে একত্রে প্রােটোপ্লাস্ট বলে।
প্রশ্ন:১০
যখন কোনাে উদ্ভিদ কোশকে জলে রাখা হয় তখন ওটি বিস্ফারিত হয় না কেন ?
উত্তর:
দৃঢ় কোশ প্রাচীরের উপস্থিতির জন্য।

Comments
Post a Comment