পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
রক্ষীকোশের প্রধান কাজ কী ?
উত্তর:
স্টোমাটা খােলা বা বন্ধে সাহায্য করা।
প্রশ্ন:২
স্টোমাটা খোলা বা বন্ধে কোন্ হরমােন ভূমিকা নেয় ?
উত্তর:
ABA (অ্যাবসাইসিক অ্যাসিড), সাইটোকাইনিন।
প্রশ্ন:৩
'OP'- এর পুরাে নাম কী ?
উত্তর:
Osmotic Pressure (অভিস্রবণীয় চাপ)।
প্রশ্ন:৪
অ্যান্টিট্রান্সপিরান্ট বা বাষ্পমােচন বিরােধী যৌগ কী ?
উত্তর:
যে সকল যৌগরা বাষ্পমােচনে বাধা দেয়।
প্রশ্ন:৫
দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণে অভিস্রবণ ঘটে কার উপস্থিতিতে ?
উত্তর:
অর্ধভেদ্য পর্দার উপস্থিতিতে।
প্রশ্ন:৬
ψs-এর অর্থ কী ?
উত্তর:
অভিস্রবণীয় বিভব।
প্রশ্ন:৭
জলজ চাপ নির্ণয়ের একক কী ?
উত্তর:
পাস্কাল।
প্রশ্ন:৮
কোন্ যন্ত্রের মাধ্যমে বাম্পমােচনের হার নির্ণয় করা হয় ?
উত্তর:
পােটোমিটার।
প্রশ্ন:৯
প্রােটোপ্লাস্ট কী ?
উত্তর:
প্লাজমা পর্দা ও প্রােটোপ্লাজমকে একত্রে প্রােটোপ্লাস্ট বলে।
প্রশ্ন:১০
যখন কোনাে উদ্ভিদ কোশকে জলে রাখা হয় তখন ওটি বিস্ফারিত হয় না কেন ?
উত্তর:
দৃঢ় কোশ প্রাচীরের উপস্থিতির জন্য।

Comments
Post a Comment