বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সালােকসংশ্লেষে O2 নির্গত হয় না ?
(a) সবুজ উদ্ভিদ
(b) রোডােফাইসির বিভিন্ন প্রজাতি
(c) সালােকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া
(d) BGA
উত্তর: C
প্রশ্ন:২
আলােকশ্বসনে সহায়তা করে—
(a) বেশি O2 এবং কম CO2
(b) বেশি CO2 এবং কম O2
(c) উচ্চ তাপমাত্রা এবং কম O2
(d) উচ্চ আদ্রতা এবং উষ্ণতা
উত্তর: A
প্রশ্ন:৩
আলােকশ্বসনে প্রথম উৎপন্ন বস্তু হল—
(a) ফসকোগ্লাইকোলেট
(b) গ্লাইকোলিক অ্যাসিড
(c) গ্লাইকোলেট
(d) গ্লাইসিন
উত্তর: A
প্রশ্ন:৪
সালােকসংশ্লেষের সময় গ্লুকোজে অক্সিজেন আসে—
(a) H2O থেকে
(b) CO2 থেকে
(c) H2O এবং CO2 থেকে
(d) বাতাসের অক্সিজেন থেকে
উত্তর: B
প্রশ্ন:৫
গ্লুকোজের রাসায়নিক গঠন—
(a) C3H8O3
(b) C6H12O6
(c) C55H70O6
(d) C6H10O6
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি C4 উদ্ভিদ ?
(a) পেঁপে
(b) মটর
(c) আলু
(d) ভুট্টা
উত্তর: D
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ রঞ্জক পদার্থটি ক্লোরােপ্লাস্টে থাকে না ?
(a) ক্লোরােফিল
(b) ক্যারােটিনয়েড
(c) জ্যান্থােফিল
(d) অ্যান্থােসায়ানিন
উত্তর: D
প্রশ্ন:৮
আলােকশ্বসন যে স্থানে ঘটে তা হল—
(a) ক্লোরােপ্লাস্ট, পারঅক্সিজোম এবং মাইটোকন্ড্রিয়া
(b) সালােকসংশ্লেষী কোশ
(c) সালােকসংশ্লেষী কোশ ছাড়া অন্য কোশ
(d) a এবং b উভয়েই
উত্তর: A
প্রশ্ন:৯
নীচের কোনটিতে আলােকশ্বসনে জারণ ঘটে ?
(a) ক্লোরােফিল-a
(b) PGA
(c) RuBP
(d) b ও c উভয়ই
উত্তর: C
প্রশ্ন:১০
যার মাধ্যমে আলােকশ্বসন ঘটে তা হল—
(a) ফসফোগ্লিসারিক অ্যাসিড
(b) গ্লাইকোলেট
(c) সিরিন
(d) গ্লাইসিন
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৪[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৬[NEXT]
✸✸✸

Comments
Post a Comment