বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
কোন্ মৌলটি কোশপ্রাচীরের মধ্যচ্ছদায় পাওয়া যায় ?
(a) ক্যালশিয়াম
(b) সােডিয়াম
(c) পটাশিয়াম
(d) আয়রন
উত্তর: A
প্রশ্ন:২
সক্রিয় শশাষণে কোন্ প্রক্রিয়া ঘটে ?
(a) নিষ্ক্রিয় ব্যাপন
(b) বিপাকীয় শক্তির ব্যয়
(c) অভিস্রবণ
(d) ব্যাপন ও অভিস্রবণ
উত্তর: B
প্রশ্ন:৩
কোশপর্দা গঠনের প্রধান উপাদানগুলি হল—
(a) প্রােটিন ও লিপিড
(b) কার্বোহাইড্রেট, প্রােটিন ও লিপিড
(c) নিউক্লিওপ্রােটিন
(d) মিউকোপলিস্যাকারাইড
উত্তর: A
প্রশ্ন:৪
ব্যাকটেরিয়া কোশের কোশপর্দার ভাঁজগুলিকে বলে—
(a) এপিজোম
(b) অ্যাক্রোজোম
(c) স্ফেরােজোম
(d) মেসােজোম
উত্তর: D
প্রশ্ন:৫
উদ্ভিদ কোশপ্রাচীরের মুখ্য উপাদান—
(a) পেকটোজ
(b) সেলুলােজ
(c) ক্যালােজ
(d) পেপটাইডােগ্লাইক্যান
উত্তর: B
প্রশ্ন:৬
পছন্দমাফিক ভেদ্যতা দেখা যায়—
(a) কোশপ্রাচীরে
(b) কোশপর্দায়
(c) প্রােটোপ্লাজমে
(d) সাইটোপ্লাজমে
উত্তর: B
প্রশ্ন:৭
ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের গঠনগত উপাদান—
(a) পেপটাইডােগ্লাইক্যান
(b) সেলুলােজ
(c) লিপিড
(d) কাইটিন
উত্তর: A
প্রশ্ন:৮
কোশপর্দার তরল মােজাইক মডেল আবিষ্কার করেন—
(a) ওয়াটসন ও ক্রিক
(b) ড্যানিয়েলি ও ড্যাভসন
(c) সিঙ্গার ও নিকলসন
(d) গারনার ও এলার্ড
উত্তর: C
প্রশ্ন:৯
কোনটির মধ্যে RNA থাকে না ?
(a) রাইবােজোম
(b) কোশপর্দা
(c) ক্রোমােজোম
(d) নিউক্লিওলাস
উত্তর: B
প্রশ্ন:১০
প্রােক্যারিওটিক কোশে কোনটি থাকে না ?
(a) কোশপর্দা
(b) কোশপ্রাচীর
(c) নিউক্লীয় পর্দা
(d) রাইবােজোম
উত্তর: C

Comments
Post a Comment