উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
IBA-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:
IBA—ইন্ডােল বিউটারিক অ্যাসিড।
প্রশ্ন:২
কৃষিকার্যে ব্যবহৃত দুটি সিন্থেটিক অক্সিনের নাম লেখাে।
উত্তর:
IBA ও NAA।
প্রশ্ন:৩
দুটি সিন্থেটিক অক্সিনের নাম কী ?
উত্তর:
IBA ও NAA।
প্রশ্ন:৪
সূর্যালােকের উপস্থিতিতে কোন্ ভিটামিন সংশ্লেষিত হয় ?
উত্তর:
Vitamin-D।
প্রশ্ন:৫
জিব্বারেলিন কোন্ ধরনের পুষ্প উৎপন্নে সাহায্য করে ?
উত্তর:
পুংপুষ্প উৎপন্নে।
প্রশ্ন:৬
বৃদ্ধির ‘সবিরাম লেখচিত্র’ কোন্ উদ্ভিদে দেখা যায় ?
উত্তর:
বহুবর্ষজীবী উদ্ভিদে।
প্রশ্ন:৭
ফাইটোক্রোমের কাজ কী ?
উত্তর:
সুপ্তাদশা ভঙ্গ করে বীজের অঙ্কুরােদগমে সাহায্য করে।
প্রশ্ন:৮
মুখ্য বৃদ্ধিকালে জীবের কী বৃদ্ধি পায় ?
উত্তর:
শুষ্ক ওজন বৃদ্ধি পায়।
প্রশ্ন:৯
ভার্নালাইজেশন কী ?
উত্তর:
নিম্ন তাপমাত্রায় উদ্ভিদকে ফুল উৎপন্ন করার উপযােগী করে তােলা।
প্রশ্ন:১০
NAA-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:
NAA—ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড।
Comments
Post a Comment