বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
কোন্ উদ্ভিদরা মাটিতে অতিরিক্ত নাইট্রোজেনের উপস্থিতি ছাড়া বৃদ্ধিলাভ করে ?
উত্তর:
লেগিউম শস্য।
প্রশ্ন:২
কোন্ খনিজ মৌলটি হেম প্রােটিন-সাইটোক্রোম এবং নন-হেম প্রােটিন-ফেরিডক্সিনে দেখা যায় ?
উত্তর:
Fe2+।
প্রশ্ন:৩
উন্নত উদ্ভিদে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পর সর্বাধিক ব্যবহৃত মৌলটি কী ?
উত্তর:
নাইট্রোজেন (N)।
প্রশ্ন:৪
কোন্ খনিজ মৌলটি উদ্ভিদের কোশপ্রাচীর বৃদ্ধিতে সাহায্য করে ?
উত্তর:
ক্যালশিয়াম।
প্রশ্ন:৫
লেগুমিনাস উদ্ভিদের মূলের নােডিউলে কী রঞ্জক পদার্থ থাকে ?
উত্তর:
লেগহিমােগ্লোবিন।
প্রশ্ন:৬
একটি অধাতব মাইক্রোনিউট্রিয়েন্ট-এর নাম লেখাে ?
উত্তর:
ক্লোরিন।
প্রশ্ন:৭
নাইট্রোজেন ছাড়া, ক্লোরােফিল গঠনে ব্যবহৃত মৌলটি কী ?
উত্তর:
ম্যাগনেশিয়াম (Mg)।
প্রশ্ন:৮
কোন্ মাইক্রোনিউট্রিয়েন্টটি উদ্ভিদের ‘die-back' রােগের জন্য দায়ী ?
উত্তর:
কপার।
প্রশ্ন:৯
আয়ন বাহক রূপে কোন্ উৎসেচক কাজ করে ?
উত্তর:
ফসফোকাইনেজ।
প্রশ্ন:১০
ফসফরাসের অভাবে কী কী উপসর্গ দেখা যায় ?
উত্তর:
বৃদ্ধি বন্ধ, গাঢ় সবুজ পাতা।

Comments
Post a Comment