বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
একটি প্রকল্পিত হরমােনের নাম কী ?
উত্তর:
ভার্নালিন।
প্রশ্ন:২
দুটি দীর্ঘ দিবা উদ্ভিদ কী হবে ?
উত্তর:
Zea mays a Pisum sativum।
প্রশ্ন:৩
একটি সংযুক্ত অক্সিনের নাম কী ?
উত্তর:
ইনডোল-অ্যাসিটাইল-2-O-মায়ােইনােসিটল।
প্রশ্ন:৪
কোন্ কোন্ হরমােনের ওপর বীজের অঙ্কুরােদগম প্রক্রিয়াটি নির্ভর করে ?
উত্তর:
GA (জিব্বারেলিক অ্যাসিড) ও ABA (অ্যাবসিসিক অ্যাসিড)।
প্রশ্ন:৫
কাদের হরমােন ব্যতীত বৃদ্ধি নিয়ন্ত্রক বলে ?
উত্তর:
পলিঅ্যামাইন, মরফ্যাকটিনস্ প্রভৃতি।
প্রশ্ন:৬
আলােকপর্যায়বৃত্তি কী ?
উত্তর:
উদ্ভিদের শারীরবৃত্তীয় পরিবর্তনের দ্বারা পুষ্প পরিস্ফুটন।
প্রশ্ন:৭
দুটি দিবা নিরপেক্ষ উদ্ভিদের নাম বলাে।
উত্তর:
Mirabilis jalapa ও Cocos nucifera।
প্রশ্ন:৮
নাইট্রোজেনঘটিত উদ্ভিদ হরমােনের নাম কী ?
উত্তর:
অক্সিন।
প্রশ্ন:৯
দুটি হ্রস্ব-দিবা উদ্ভিদের নাম লেখাে।
উত্তর:
Nicotiana tabacum ও Solanum tuberosum।
প্রশ্ন:১০
কোন্ উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর বক্ৰচলনের জন্য দায়ী ?
উত্তর:
Avena।

Comments
Post a Comment