নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
একটি প্রকল্পিত হরমােনের নাম কী ?
উত্তর:
ভার্নালিন।
প্রশ্ন:২
দুটি দীর্ঘ দিবা উদ্ভিদ কী হবে ?
উত্তর:
Zea mays a Pisum sativum।
প্রশ্ন:৩
একটি সংযুক্ত অক্সিনের নাম কী ?
উত্তর:
ইনডোল-অ্যাসিটাইল-2-O-মায়ােইনােসিটল।
প্রশ্ন:৪
কোন্ কোন্ হরমােনের ওপর বীজের অঙ্কুরােদগম প্রক্রিয়াটি নির্ভর করে ?
উত্তর:
GA (জিব্বারেলিক অ্যাসিড) ও ABA (অ্যাবসিসিক অ্যাসিড)।
প্রশ্ন:৫
কাদের হরমােন ব্যতীত বৃদ্ধি নিয়ন্ত্রক বলে ?
উত্তর:
পলিঅ্যামাইন, মরফ্যাকটিনস্ প্রভৃতি।
প্রশ্ন:৬
আলােকপর্যায়বৃত্তি কী ?
উত্তর:
উদ্ভিদের শারীরবৃত্তীয় পরিবর্তনের দ্বারা পুষ্প পরিস্ফুটন।
প্রশ্ন:৭
দুটি দিবা নিরপেক্ষ উদ্ভিদের নাম বলাে।
উত্তর:
Mirabilis jalapa ও Cocos nucifera।
প্রশ্ন:৮
নাইট্রোজেনঘটিত উদ্ভিদ হরমােনের নাম কী ?
উত্তর:
অক্সিন।
প্রশ্ন:৯
দুটি হ্রস্ব-দিবা উদ্ভিদের নাম লেখাে।
উত্তর:
Nicotiana tabacum ও Solanum tuberosum।
প্রশ্ন:১০
কোন্ উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর বক্ৰচলনের জন্য দায়ী ?
উত্তর:
Avena।
Comments
Post a Comment