নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
পৃথিবীতে নাইট্রোজেনের সবচেয়ে বৃহৎ ভাণ্ডার হল—
(a) মাটি
(b) সমুদ্র
(c) বায়ু
(d) গ্রানাইট পাথর
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ মৌল নাইট্রোজেন বিপাকে সাহায্য করে ?
(a) Zn
(b) Mn
(c) Mo
(d) B
উত্তর: C
প্রশ্ন:৩
উদ্ভিদ কার সাহায্যে নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার সাথে মিথােজীবীয় সম্পর্ক গড়ে তােলে—
(a) নাইট্রোজেন
(b) সুগার
(c) নাইট্রাইট
(d) উৎসেচক
উত্তর: D
প্রশ্ন:৪
খনিজ মৌল উদ্ভিদদেহে প্রবেশ করে কোন্ প্রক্রিয়ায়—
(a) ব্যাপন
(b) চাপের প্রবাহ
(c) পরিচলন
(d) সক্রিয় পরিবহণ
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনটি উদ্ভিদের পরিপােষক নয় ?
(a) CO2 গ্যাস
(b) খনিজ আয়ন
(c) জল
(d) N2 গ্যাস
উত্তর: D
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ মৌলের অভাবে ক্লোরােসিস হয় ?
(a) ম্যাগনেশিয়াম
(b) ক্যালশিয়াম
(c) ক্লোরিন
(d) সােডিয়াম
উত্তর: A
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ উদ্ভিদটি মাটিকে নাইট্রোজেন সমৃদ্ধ করে তােলে ?
(a) আলফালফা
(b) গম
(c) আম
(d) ভুট্টা
উত্তর: A
প্রশ্ন:৮
খনিজ মৌল প্রধানত শােষিত হয় মূলের—
(a) কোশ বিভাজন অঞ্চল দ্বারা
(b) মূলরােম অঞ্চল দ্বারা
(c) বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চল দ্বারা
(d) মূলত্র অঞ্চল দ্বারা
উত্তর: C
প্রশ্ন:৯
মূলের যে কোশে নােডিউল তৈরি হয় সেটি হল—
(a) এপিডারমিস্
(b) কর্টেক্স
(c) নালিকা বান্ডিল
(d) পিথ
উত্তর: B
প্রশ্ন:১০
ব্যাকটেরিয়ার নাইট্রোজেন আবদ্ধকরণে ব্যবহৃত উৎসেচকটি হল—
(a) ডিকার্বক্সিলেজ
(b) নাইট্রোজেনেজ
(c) নাইট্রোজেন ডিঅ্যামাইনেজ
(d) নাইট্রোডাইঅক্সিডেজ
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ২[NEXT]
✸✸✸
Comments
Post a Comment