বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
পৃথিবীতে নাইট্রোজেনের সবচেয়ে বৃহৎ ভাণ্ডার হল—
(a) মাটি
(b) সমুদ্র
(c) বায়ু
(d) গ্রানাইট পাথর
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ মৌল নাইট্রোজেন বিপাকে সাহায্য করে ?
(a) Zn
(b) Mn
(c) Mo
(d) B
উত্তর: C
প্রশ্ন:৩
উদ্ভিদ কার সাহায্যে নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার সাথে মিথােজীবীয় সম্পর্ক গড়ে তােলে—
(a) নাইট্রোজেন
(b) সুগার
(c) নাইট্রাইট
(d) উৎসেচক
উত্তর: D
প্রশ্ন:৪
খনিজ মৌল উদ্ভিদদেহে প্রবেশ করে কোন্ প্রক্রিয়ায়—
(a) ব্যাপন
(b) চাপের প্রবাহ
(c) পরিচলন
(d) সক্রিয় পরিবহণ
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনটি উদ্ভিদের পরিপােষক নয় ?
(a) CO2 গ্যাস
(b) খনিজ আয়ন
(c) জল
(d) N2 গ্যাস
উত্তর: D
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ মৌলের অভাবে ক্লোরােসিস হয় ?
(a) ম্যাগনেশিয়াম
(b) ক্যালশিয়াম
(c) ক্লোরিন
(d) সােডিয়াম
উত্তর: A
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ উদ্ভিদটি মাটিকে নাইট্রোজেন সমৃদ্ধ করে তােলে ?
(a) আলফালফা
(b) গম
(c) আম
(d) ভুট্টা
উত্তর: A
প্রশ্ন:৮
খনিজ মৌল প্রধানত শােষিত হয় মূলের—
(a) কোশ বিভাজন অঞ্চল দ্বারা
(b) মূলরােম অঞ্চল দ্বারা
(c) বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চল দ্বারা
(d) মূলত্র অঞ্চল দ্বারা
উত্তর: C
প্রশ্ন:৯
মূলের যে কোশে নােডিউল তৈরি হয় সেটি হল—
(a) এপিডারমিস্
(b) কর্টেক্স
(c) নালিকা বান্ডিল
(d) পিথ
উত্তর: B
প্রশ্ন:১০
ব্যাকটেরিয়ার নাইট্রোজেন আবদ্ধকরণে ব্যবহৃত উৎসেচকটি হল—
(a) ডিকার্বক্সিলেজ
(b) নাইট্রোজেনেজ
(c) নাইট্রোজেন ডিঅ্যামাইনেজ
(d) নাইট্রোডাইঅক্সিডেজ
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ২[NEXT]
✸✸✸

Comments
Post a Comment