বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
স্ফীত কন্দ, গ্রন্থিকন্দ এবং গুঁড়ি কন্দের উদাহরণ দাও।
উত্তর:
স্ফীত কন্দ— আলু;
গ্রন্থিক— আদা;
গুড়ি কন্দ— ওল।
প্রশ্ন:২
ক্ল্যাডােড কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
একটি মাত্র পর্ববিশিষ্ট পর্ণকাওকে ক্ল্যাডােড বলে। যেমন—শতমূলী।
প্রশ্ন:৩
বক্ৰ ধাবক ও হ্রস্ব ধাবকের উদাহরণ দাও।
উত্তর:
বক্র ধাবক— মেন্থা;
হ্রস্ব ধাবক— কচুরিপানা।
প্রশ্ন:৪
অর্ধকাণ্ডবেষ্টক ও উপাধান পত্রমূল কোন্ গাছের পাতায় দেখা যায় ?
উত্তর:
অর্ধকাণ্ডবেষ্টক— কলা পাতা;
উপাধান— আম পাতা।
প্রশ্ন:৫
একটি মিশ্র মুকুলের উদাহরণ দাও।
উত্তর:
আপেলের পুস্পমুকুল।
প্রশ্ন:৬
বুলবিলের উদাহরণ দাও।
উত্তর:
চুপড়ি আলু।
প্রশ্ন:৭
পর্ণকাণ্ডের উদাহরণ দাও।
উত্তর:
ফণীমনসা।
প্রশ্ন:৮
সবচেয়ে বৃহত্তম মুকুল কোনটি ?
উত্তর:
বাঁধাকপি।
প্রশ্ন:৯
কাণ্ড আকর্ষ এবং কাণ্ড কণ্টকের উদাহরণ দাও।
উত্তর:
কাণ্ড আকর্ষ— হাড়জোড়া;
কাণ্ড কণ্টক— বেল।
প্রশ্ন:১০
রানার ও সাকারের উদাহরণ দাও।
উত্তর:
রানার— শুশনি;
সাকার— চন্দ্রমল্লিকা।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৩[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৫[NEXT]
✸✸✸

Comments
Post a Comment