নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হওয়ার জন্য যে উৎসেচকটি ব্যবহৃত হয়, সেটি হল—
(a) হেক্সোকাইনেজ
(b) আইসােমারেজ
(c) ফসফোকাইনেজ
(d) ফসফোহেক্সোকাইনেজ
উত্তর: A
প্রশ্ন:২
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে ক-টি কার্বনযুক্ত যৌগ উৎপন্ন হয় ?
(a) 2-C
(b) 3-C
(c) 4-C
(d) 5-C
উত্তর: B
প্রশ্ন:৩
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় ?
(a) এক অণু
(b) দু-অণু
(c) তিন অণু
(d) চার অণু
উত্তর: B
প্রশ্ন:৪
গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে—
(a) প্রােটিন গ্লুকোজে পরিণত হয়
(b) গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়
(c) শ্বেতসার গ্লুকোজে পরিণত হয়
(d) গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম ধাপ ?
(a) গ্লুকোজের ফ্রুক্টোজে রূপান্তর
(b) গ্লুকোজের ডিহাইড্রোজিনেশন
(c) গ্লুকোজের ভাঙন
(d) গ্লুকোজের ফসফোরাইলেশন
উত্তর: D
প্রশ্ন:৬
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার জন্য দায়ী উৎসেচকগুলি কোশের যে অংশে থাকে তার নাম হল—
(a) মাইটোকন্ডিয়া
(b) সাইটোপ্লাজম
(c) সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া
(d) কোশগহ্বর
উত্তর: B
প্রশ্ন:৭
গ্লাইকোলাইসিস কোথায় ঘটে ?
(a) সব কোশে
(b) শুধু ইউক্যারিওটিক কোশে
(c) পেশি কোশে
(d) স্নায়ু কোশে
উত্তর: A
প্রশ্ন:৮
কোন্ বিক্রিয়ায় NAD+-এর বিজারণ ঘটে ?
(a) গ্লুকোজ→গ্লুকোজ-6-ফসফেট
(b) ফসফেট 1,6-বিসফসফেট→PGALd+DHAP
(c) গ্লুকোজ-6-ফসফেট→ফ্রুক্টোজ 6-ফসফেট
(d) PGALd→PGA
উত্তর: B
প্রশ্ন:৯
গ্লাইকোলাইসিস পদ্ধতিতে—
(a) গ্লুকোজ গ্লাইকোজেনে পরিবর্তিত হয়
(b) গ্লাইকোজেন গ্লুকোজে পরিবর্তিত হয়
(c) গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিবর্তিত হয়
(d) গ্লুকোজ সাইট্রিক অ্যাসিডে পরিবর্তিত হয়
উত্তর: C
প্রশ্ন:১০
গ্লাইকোলাইসিসের অন্য নাম—
(a) EMP পথ
(b) TCA পথ
(c) HMS পথ
(d) কার্বন পথ
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৯[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১১[NEXT]
✸✸✸
Comments
Post a Comment