বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হওয়ার জন্য যে উৎসেচকটি ব্যবহৃত হয়, সেটি হল—
(a) হেক্সোকাইনেজ
(b) আইসােমারেজ
(c) ফসফোকাইনেজ
(d) ফসফোহেক্সোকাইনেজ
উত্তর: A
প্রশ্ন:২
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে ক-টি কার্বনযুক্ত যৌগ উৎপন্ন হয় ?
(a) 2-C
(b) 3-C
(c) 4-C
(d) 5-C
উত্তর: B
প্রশ্ন:৩
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় ?
(a) এক অণু
(b) দু-অণু
(c) তিন অণু
(d) চার অণু
উত্তর: B
প্রশ্ন:৪
গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে—
(a) প্রােটিন গ্লুকোজে পরিণত হয়
(b) গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়
(c) শ্বেতসার গ্লুকোজে পরিণত হয়
(d) গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম ধাপ ?
(a) গ্লুকোজের ফ্রুক্টোজে রূপান্তর
(b) গ্লুকোজের ডিহাইড্রোজিনেশন
(c) গ্লুকোজের ভাঙন
(d) গ্লুকোজের ফসফোরাইলেশন
উত্তর: D
প্রশ্ন:৬
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার জন্য দায়ী উৎসেচকগুলি কোশের যে অংশে থাকে তার নাম হল—
(a) মাইটোকন্ডিয়া
(b) সাইটোপ্লাজম
(c) সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া
(d) কোশগহ্বর
উত্তর: B
প্রশ্ন:৭
গ্লাইকোলাইসিস কোথায় ঘটে ?
(a) সব কোশে
(b) শুধু ইউক্যারিওটিক কোশে
(c) পেশি কোশে
(d) স্নায়ু কোশে
উত্তর: A
প্রশ্ন:৮
কোন্ বিক্রিয়ায় NAD+-এর বিজারণ ঘটে ?
(a) গ্লুকোজ→গ্লুকোজ-6-ফসফেট
(b) ফসফেট 1,6-বিসফসফেট→PGALd+DHAP
(c) গ্লুকোজ-6-ফসফেট→ফ্রুক্টোজ 6-ফসফেট
(d) PGALd→PGA
উত্তর: B
প্রশ্ন:৯
গ্লাইকোলাইসিস পদ্ধতিতে—
(a) গ্লুকোজ গ্লাইকোজেনে পরিবর্তিত হয়
(b) গ্লাইকোজেন গ্লুকোজে পরিবর্তিত হয়
(c) গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিবর্তিত হয়
(d) গ্লুকোজ সাইট্রিক অ্যাসিডে পরিবর্তিত হয়
উত্তর: C
প্রশ্ন:১০
গ্লাইকোলাইসিসের অন্য নাম—
(a) EMP পথ
(b) TCA পথ
(c) HMS পথ
(d) কার্বন পথ
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৯[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১১[NEXT]
✸✸✸

Comments
Post a Comment