বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
কোন্ কলায় হ্যাভারসিয়ান তন্ত্র থাকে ?
উত্তর:
অস্থি কলায়।
প্রশ্ন:২
মেরুদণ্ডী প্রাণীদেহে কত রকমের পেশি থাকে ?
উত্তর:
তিন রকমের, যথা—সরেখ, অরেখ ও হৃদপেশি।
প্রশ্ন:৩
টেনডন কী ?
উত্তর:
ঐচ্ছিক পেশির যে রঞ্জুর মতাে শেষ প্রান্ত অস্থিতে সংলগ্ন হয়, তাকে টেনডন বলে।
প্রশ্ন:৪
কোন্ ধরনের তরুণাস্থি কশেরুকার মধ্যবর্তী স্থানে থাকে ?
উত্তর:
শ্বেত তন্তুময় কার্টিলেজ।
প্রশ্ন:৫
নেফ্রনের পরাসংবর্ত নালিতে কোন্ কোশ থাকে ?
উত্তর:
ব্রাশ বর্ডারযুক্ত কিউবয়ডাল এপিথেলিয়াম কোশ।
প্রশ্ন:৬
রক্ত তঞ্চনের পর যে খড়ের রঙের স্বচ্ছ তরল নিঃসৃত হয় তাকে কী বলে ?
উত্তর:
সিরাম।
প্রশ্ন:৭
কোন্ কোশ থেকে অণুচক্রিকা সৃষ্টি হয় ?
উত্তর:
অস্থি মজ্জায় মেগাক্যারিওসাইট।
প্রশ্ন:৮
লিগামেন্ট কী ?
উত্তর:
অস্থি সন্ধির দুটি অস্থি যে ঘন ফাইব্রাশ যােগকলার সাহায্যে যুক্ত থাকে, তাকে লিগামেন্ট বলে।
প্রশ্ন:৯
ফ্যালােপিয়ান নালি এবং ব্রংকিওলের ভিতরের তলে যে কলা থাকে তার নাম কী ?
উত্তর:
যথাক্রমে সিউডোস্ট্রাটিফায়েড এপিথেলিয়াম এবং কলামনার এপিথেলিয়াম।
প্রশ্ন:১০
থ্রম্বােসাইটের প্রধান কাজ কী ?
উত্তর:
রক্ত তঞ্জনে সাহায্য করা।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৩[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৫[NEXT]
✸✸✸

Comments
Post a Comment