নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
শ্বসনের সময় কী উৎপন্ন হয় ?
(a) O2
(b) CO2
(c) NO2
(d) SO2
উত্তর: B
প্রশ্ন:২
সন্ধান হল একটি—
(a) অসম্পূর্ণ জারণ
(b) অবাত শ্বসন
(c) রেচন
(d) এর মধ্যে কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
কোন্ ধরনের শ্বসন বস্তু থেকে সর্বাধিক সংখ্যায় ATP উৎপন্ন হয় ?
(a) কিটোজেনিক অ্যামাইনাে অ্যাসিড
(b) গ্লুকোজ
(c) অ্যামাইলেজ
(d) গ্লাইকোজেন
উত্তর: B
প্রশ্ন:৪
শ্বসন ও দহনের মধ্যে পার্থক্যটি হল—
(a) দহনের তুলনায় শ্বসনে বেশি শক্তি উৎপন্ন হয়
(b) শ্বসনে দহনের তুলনায় হঠাৎ সম্পূর্ণ শক্তি নির্গত হয়
(c) শ্বসনে দহনের তুলনায় শক্তি ক্রমশ ধাপে ধাপে নির্গত হয়
(d) দহনের জন্য কার্বোহাইড্রেট পদার্থের প্রয়ােজন হয়
উত্তর: C
প্রশ্ন:৫
শ্বসন একপ্রকার—
(a) উপচিতি প্রক্রিয়া
(b) ভৌত প্রক্রিয়া
(c) অপচিতি প্রক্রিয়া
(d) জীবজ ভৌত প্রক্রিয়া
উত্তর: C
প্রশ্ন:৬
যে স্থানে সবাত শ্বসন ঘটে সেটি হল—
(a) থাইলাকয়েড
(b) গলগি বডি
(c) গ্রানা
(d) মাইটোকন্ড্রিয়া
উত্তর: D
প্রশ্ন:৭
শ্বসনের জন্য শ্বসনবস্তু হল—
(a) গ্লুকোজ ও ফ্রুক্টোজ
(b) গ্লুকোজ ও সুক্রোজ
(c) গ্লুকোজ+O2
(d) গ্লুকোজ+CO2
উত্তর: C
প্রশ্ন:৮
সবাত শ্বসনে উৎপন্ন বস্তু কোনটি ?
(a) ম্যালিক অ্যাসিড
(b) ইথাইল অ্যালকোহল
(c) ল্যাকটিক অ্যাসিড
(d) পাইরুভিক অ্যাসিড
উত্তর: D
প্রশ্ন:৯
সন্ধান হল একপ্রকার—
(a) অবাত শ্বসন
(b) কার্বোহাইড্রেটের অসম্পূর্ণ জারণ প্রক্রিয়া
(c) কার্বোহাইড্রেটের সম্পূর্ণ জারণ প্রক্রিয়া
(d) এর মধ্যে কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
কোশের যে অংশে শ্বসন প্রক্রিয়া ঘটে সেটি হল—
(a) মাইটোকন্ড্রিয়া
(b) গলগি বডিস
(c) রাইবােজোম
(d) ক্লোরােপ্লাস্ট
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৮[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১০[NEXT]
✸✸✸
Comments
Post a Comment