বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
শ্বসনের সময় কী উৎপন্ন হয় ?
(a) O2
(b) CO2
(c) NO2
(d) SO2
উত্তর: B
প্রশ্ন:২
সন্ধান হল একটি—
(a) অসম্পূর্ণ জারণ
(b) অবাত শ্বসন
(c) রেচন
(d) এর মধ্যে কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
কোন্ ধরনের শ্বসন বস্তু থেকে সর্বাধিক সংখ্যায় ATP উৎপন্ন হয় ?
(a) কিটোজেনিক অ্যামাইনাে অ্যাসিড
(b) গ্লুকোজ
(c) অ্যামাইলেজ
(d) গ্লাইকোজেন
উত্তর: B
প্রশ্ন:৪
শ্বসন ও দহনের মধ্যে পার্থক্যটি হল—
(a) দহনের তুলনায় শ্বসনে বেশি শক্তি উৎপন্ন হয়
(b) শ্বসনে দহনের তুলনায় হঠাৎ সম্পূর্ণ শক্তি নির্গত হয়
(c) শ্বসনে দহনের তুলনায় শক্তি ক্রমশ ধাপে ধাপে নির্গত হয়
(d) দহনের জন্য কার্বোহাইড্রেট পদার্থের প্রয়ােজন হয়
উত্তর: C
প্রশ্ন:৫
শ্বসন একপ্রকার—
(a) উপচিতি প্রক্রিয়া
(b) ভৌত প্রক্রিয়া
(c) অপচিতি প্রক্রিয়া
(d) জীবজ ভৌত প্রক্রিয়া
উত্তর: C
প্রশ্ন:৬
যে স্থানে সবাত শ্বসন ঘটে সেটি হল—
(a) থাইলাকয়েড
(b) গলগি বডি
(c) গ্রানা
(d) মাইটোকন্ড্রিয়া
উত্তর: D
প্রশ্ন:৭
শ্বসনের জন্য শ্বসনবস্তু হল—
(a) গ্লুকোজ ও ফ্রুক্টোজ
(b) গ্লুকোজ ও সুক্রোজ
(c) গ্লুকোজ+O2
(d) গ্লুকোজ+CO2
উত্তর: C
প্রশ্ন:৮
সবাত শ্বসনে উৎপন্ন বস্তু কোনটি ?
(a) ম্যালিক অ্যাসিড
(b) ইথাইল অ্যালকোহল
(c) ল্যাকটিক অ্যাসিড
(d) পাইরুভিক অ্যাসিড
উত্তর: D
প্রশ্ন:৯
সন্ধান হল একপ্রকার—
(a) অবাত শ্বসন
(b) কার্বোহাইড্রেটের অসম্পূর্ণ জারণ প্রক্রিয়া
(c) কার্বোহাইড্রেটের সম্পূর্ণ জারণ প্রক্রিয়া
(d) এর মধ্যে কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
কোশের যে অংশে শ্বসন প্রক্রিয়া ঘটে সেটি হল—
(a) মাইটোকন্ড্রিয়া
(b) গলগি বডিস
(c) রাইবােজোম
(d) ক্লোরােপ্লাস্ট
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৮[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১০[NEXT]
✸✸✸

Comments
Post a Comment