বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোশের কোথায় ঘটে ?
উত্তর:
কোশের সাইটোপ্লাজমে ঘটে।
প্রশ্ন:২
প্রােটোপ্লাজমীয় শ্বসন কাকে বলে ?
উত্তর:
যে শ্বসনে প্রােটিন বা স্নেহপদার্থ শ্বসনবস্তু হিসাবে ব্যবহৃত হয়, তাকে প্রােটোপ্লাজমীয় শ্বসন বলে।
প্রশ্ন:৩
কোন্ বিজ্ঞানী প্রথম ক্রেবস্ চক্রটি পর্যবেক্ষণ করেন ?
উত্তর:
হ্যানস্ অ্যাডােল ক্রেবস।
প্রশ্ন:৪
সবাত শ্বসনে ইলেকট্রন পরিবহণ তন্ত্রে বাহকগুলি কী ?
উত্তর:
NADH ইউবিকুইনােন অক্সিডােরিডাকটেজ, সাক্সিনেট ইউবিকুইনোন অক্সিডােরিডাকটেজ, সাইটোক্রোম- b, c, a এবং a3।
প্রশ্ন:৫
শ্বসনে প্রধানত কোন জৈব বস্তু কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর:
গ্লুকোজ।
প্রশ্ন:৬
এক অণু ATP আর্দ্র বিশ্লেষিত হয়ে ADP-তে পরিণত হলে কত পরিমাণ তাপশক্তি পাওয়া যায় ?
উত্তর:
7.3 kcal ( আধুনিক মতে 8.15 kcal)।
প্রশ্ন:৭
ATP সংশ্লেষের জন্য প্রয়ােজনীয় উৎসেচকের নাম কী ?
উত্তর:
প্রয়ােজনীয় উৎসেচকের নাম হল ATP সিন্থেটেজ।
প্রশ্ন:৮
ক্রেবস্ চক্রে ব্যবহৃত হয় এমন একটি উৎসেচকের নাম কী ?
উত্তর:
ফিউমারেজ।
প্রশ্ন:৯
সর্বাধিক ব্যবহৃত বা প্রাথমিক শ্বসন বস্তুটির নাম কী ?
উত্তর:
গ্লুকোজ।
প্রশ্ন:১০
শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন ?
উত্তর:
এই প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন কমে যাওয়ায় শ্বসনকে অপচিতি বিপাক বলে।

Comments
Post a Comment