পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক কী ?
উত্তর:
নিউক্লিওটাইড।
প্রশ্ন:২
প্রাণীদেহে পাওয়া যায় এমন শর্করা কোনটি ?
উত্তর:
গ্লাইকোজেন।
প্রশ্ন:৩
পেন্টোজ শর্করায় ক-টি কার্বন অণু থাকে।
উত্তর:
5 টি।
প্রশ্ন:৪
প্রােটিনের প্রাথমিক গঠনের কীরকম বন্ডিং থাকে ?
উত্তর:
পেপটাইড বন্ড।
প্রশ্ন:৫
কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কী ?
উত্তর:
Cx (H2O)y।
প্রশ্ন:৬
উদ্ভিদের কোশপ্রাচীরে পাওয়া যায় কোন্ শর্করা ?
উত্তর:
সেলুলােজ।
প্রশ্ন:৭
প্রকৃতিতে কতগুলি অ্যামাইনাে অ্যাসিড পাওয়া যায় ?
উত্তর:
20 টি।
প্রশ্ন:৮
একটি অ্যামাইনাে অ্যাসিডের উদাহরণ দাও যাদের মধ্যে সালফার থাকে।
উত্তর:
মিথিওনিন, সিসটেইন।
প্রশ্ন:৯
দুটি মনােস্যাকারাইড একক যুক্ত হয়ে ডাইস্যাকারাইড গঠন কালে কত অণু জল নির্গত হয়।
উত্তর:
এক অণু।
প্রশ্ন:১০
একটি সংপৃক্ত ও একটি অসংপৃক্ত নিউক্লিক অ্যাসিডের উদাহরণ দাও।
উত্তর:
সংপৃক্ত—অ্যাসিটিক অ্যাসিড;
অসংপৃক্ত—ওলেইক অ্যাসিড।

Comments
Post a Comment