পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
উপপত্র আকর্ষে রূপান্তরিত হয় কোন্ উদ্ভিদে ?
উত্তর:
কুমারিকা।
প্রশ্ন:২
একগুচ্ছ ও দ্বিগুচ্ছ পুংকেশর কোন্ ফুলে দেখা যায় ?
উত্তর:
একগুচ্ছ— জবা,
দ্বিগুচ্ছ— মটর।
প্রশ্ন:৩
সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও।
উত্তর:
সম্পূর্ণ— জবা,
অসম্পূর্ণ— কুমড়াে।
প্রশ্ন:৪
প্রান্তীয় ও অক্ষীয় অমরাবিন্যাস কোন্ ফুলে দেখা যায় ?
উত্তর:
প্রান্তীয়— মটর;
অক্ষীয়— জবা।
প্রশ্ন:৫
পর্ণবৃন্ত কোন্ উদ্ভিদে দেখা যায় ?
উত্তর:
আকাশমণি।
প্রশ্ন:৬
গর্ভপাদ ও গর্ভকটি ফুলের উদাহরণ দাও।
উত্তর:
গর্ভপাদ— সরষে;
গর্ভকটি—মটর।
প্রশ্ন:৭
সুষম ও বিষম ফুলের উদাহরণ দাও।
উত্তর:
সুষম ফুল— ধুতরাে,
বিষম ফুল— অপরাজিতা।
প্রশ্ন:৮
বৃন্ত কলসের আকৃতি ধারণ করেছে কোন্ উদ্ভিদে ?
উত্তর:
কলসপত্রী।
প্রশ্ন:৯
অবৃন্তক ও সবৃন্তক ফুলের উদাহরণ দাও।
উত্তর:
অবৃন্তক— রজনিগন্ধা,
সবৃন্তক— জবা।
প্রশ্ন:১০
কোন্ গাছে উপপত্রক থাকে ?
উত্তর:
শিম গাছে।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৬[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৮[NEXT]
✸✸✸

Comments
Post a Comment