নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
উপপত্র আকর্ষে রূপান্তরিত হয় কোন্ উদ্ভিদে ?
উত্তর:
কুমারিকা।
প্রশ্ন:২
একগুচ্ছ ও দ্বিগুচ্ছ পুংকেশর কোন্ ফুলে দেখা যায় ?
উত্তর:
একগুচ্ছ— জবা,
দ্বিগুচ্ছ— মটর।
প্রশ্ন:৩
সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও।
উত্তর:
সম্পূর্ণ— জবা,
অসম্পূর্ণ— কুমড়াে।
প্রশ্ন:৪
প্রান্তীয় ও অক্ষীয় অমরাবিন্যাস কোন্ ফুলে দেখা যায় ?
উত্তর:
প্রান্তীয়— মটর;
অক্ষীয়— জবা।
প্রশ্ন:৫
পর্ণবৃন্ত কোন্ উদ্ভিদে দেখা যায় ?
উত্তর:
আকাশমণি।
প্রশ্ন:৬
গর্ভপাদ ও গর্ভকটি ফুলের উদাহরণ দাও।
উত্তর:
গর্ভপাদ— সরষে;
গর্ভকটি—মটর।
প্রশ্ন:৭
সুষম ও বিষম ফুলের উদাহরণ দাও।
উত্তর:
সুষম ফুল— ধুতরাে,
বিষম ফুল— অপরাজিতা।
প্রশ্ন:৮
বৃন্ত কলসের আকৃতি ধারণ করেছে কোন্ উদ্ভিদে ?
উত্তর:
কলসপত্রী।
প্রশ্ন:৯
অবৃন্তক ও সবৃন্তক ফুলের উদাহরণ দাও।
উত্তর:
অবৃন্তক— রজনিগন্ধা,
সবৃন্তক— জবা।
প্রশ্ন:১০
কোন্ গাছে উপপত্রক থাকে ?
উত্তর:
শিম গাছে।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৬[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৮[NEXT]
✸✸✸
Comments
Post a Comment