বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
কোন্ সূক্ষ্ম নালির সাহায্যে হ্যাভারসিয়ান ক্যানেল যুক্ত থাকে ?
উত্তর:
ভল্কম্যানের নালির সাহায্যে।
প্রশ্ন:২
কোন্ কলায় কোশ অপেক্ষা ধাত্র বেশি ?
উত্তর:
যােগ কলায়।
প্রশ্ন:৩
আমাদের দেহের দুটি অঙ্গের নাম লেখাে যেখানে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে।
উত্তর:
শ্বাসনালি এবং ডিম্বনালি।
প্রশ্ন:৪
হায়ালাই কার্টিলেজ কোথায় থাকে ?
উত্তর:
ব্রঙ্কিয়াল রিং, ট্রাকিয়াল রিং এ থাকে।
প্রশ্ন:৫
মায়ােফাইব্রিলের অন্তর্গত A-ব্যান্ড ও I-ব্যান্ডের প্রােটিনের নাম কী ?
উত্তর:
যথাক্রমে মায়ােসিন ও অ্যাকটিন।
প্রশ্ন:৬
কোন্ কলায় বেসমেন্ট পর্দা থাকে ?
উত্তর:
এপিথেলিয়াল কলায়।
প্রশ্ন:৭
ম্যালপিজিয়ান নালিকার কাজ কী ?
উত্তর:
নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের অপসারণ এবং অসমােরেগুলেশন।
প্রশ্ন:৮
কোন্ স্তন্যপায়ীর লােহিত কণিকায় নিউক্লিয়াস থাকে ?
উত্তর:
উটের।
প্রশ্ন:৯
আরশােলার রেচন অঙ্গের নাম কী ? এগুলি কোথায় অবস্থিত ?
উত্তর:
আরশােলার রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। এগুলি মেসেনটেরনের শেষভাগে অবস্থিত।
প্রশ্ন:১০
রক্তকোশের নিউক্লিয়াসবিহীন কোশ কোনটি ?
উত্তর:
RBC.
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৫[PREV]
✸✸✸

Comments
Post a Comment