বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
ক্রোমােজোমের কোন্ অংশে বেতন্তু যুক্ত থাকে ?
(a) টেলােমিয়ার
(b) ক্রোমােমিয়ার
(c) সেন্ট্রোমিয়ার
(d) কাইনেটোকোর
উত্তর: C
প্রশ্ন:২
ক্রোমােজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে কোন্ দশায় ?
(a) মেটাফেজ
(b) অ্যানাফেজ
(c) টেলােফেজ
(d) ইন্টারফেজ
উত্তর: B
প্রশ্ন:৩
ডিপ্লয়েড জাইগােটে ক্রোমোেজাম সংখ্যা 40 হলে হ্যাপ্লয়েড গ্যামেটে ক্রোমােজোম সংখ্যা কত হবে ?
(a) 40
(b) 20
(c) 10
(d) 60
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ কোশ-অঙ্গাণুকে কোশের শক্তিঘর বলে ?
(a) সেন্ট্রোজোম
(b) ডিকটিওজোম
(c) মাইটোকন্ড্রিয়া
(d) প্লাসটিড
উত্তর: C
প্রশ্ন:৫
কোন্ দশায় ক্রোমােজোমগুলিকে লম্বা সুতাের মতাে দেখায় ?
(a) লেপ্টোটিন
(b) জাইগােটিন
(c) প্যাকাইটিন
(d) ডিপ্লোটিন
উত্তর: A
প্রশ্ন:৬
কখন সমসংস্থ ক্রোমােজোমগুলির মধ্যে বিকর্ষণ শুরু হয় ?
(a) লেপ্টোটিন
(b) জাইগােটিন
(c) ডিপ্লোটিন
(d) ডায়াকাইনেসিস
উত্তর: C
প্রশ্ন:৭
বেমতন্তু কোথা থেকে সৃষ্টি হয় ?
(a) নিউক্লিয়াস
(b) সেন্ট্রোমিয়ার
(c) সেন্ট্রিওল
(d) সাইটোপ্লাজম
উত্তর: C
প্রশ্ন:৮
কোন্ দশায় ক্রোমােজোম সংখ্যা অর্ধেক হয় ?
(a) প্রােফেজ
(b) ইন্টারফেজ
(c) মেটাফেজ
(d) অ্যানাফেজ
উত্তর: D
প্রশ্ন:৯
কোনটি সঠিক তথ্য ?
(a) ইন্টারফেজের সময়কাল M দশার থেকে কম
(b) 'S' দশায় DNA সংশ্লেষ ঘটে
(c) মেটাফেজ দশায় ক্রোমােজোমগুলি বেমের দু-প্রান্তে অবস্থান করে
(d) G1 দশায় DNA-র পরিমাণ দ্বিগুণ হয়
উত্তর: B
প্রশ্ন:১০
কোন্ দশায় ক্রোমােজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে ?
(a) প্রফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলােফেজ
উত্তর: B

Comments
Post a Comment