বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
ঠেসমূল কোথায় থাকে ?
উত্তর:
কেয়া গাছে।
প্রশ্ন:২
দুটি অশাখ বৃক্ষের উদাহরণ দাও।
উত্তর:
তাল, নারকেল।
প্রশ্ন:৩
ভাসমান মূল কোথায় দেখা যায় ?
উত্তর:
কেশরদাম উদ্ভিদে।
প্রশ্ন:৪
একটি অঙ্কুশ রােহিণী ও একটি কণ্টক রােহিণীর উদাহরণ দাও।
উত্তর:
অঙ্কুশ রােহিণী— কাঁঠালিচাঁপা;
কণ্টক রােহিণী— বেত।
প্রশ্ন:৫
অধিমূল কোন্ গাছে থাকে ?
উত্তর:
শিমূল গাছে।
প্রশ্ন:৬
একটি ব্রততী ও একটি রােহিণী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর:
ব্রততী— কুমড়াে;
রােহিণী— মটর।
প্রশ্ন:৭
হস্টোরিয়া কোথায় থাকে ?
উত্তর:
স্বর্ণলতা উদ্ভিদে।
প্রশ্ন:৮
কোন্ উদ্ভিদের ভৌম পুষ্পদণ্ড থাকে ?
উত্তর:
পেঁয়াজের ভৌম পুষ্পদণ্ড থাকে।
প্রশ্ন:৯
একটি করে বীরুৎ, গুল্ম ও বৃক্ষের উদাহরণ দাও।
উত্তর:
বীরুৎ— ধান;
গুল্ম— জবা;
বৃক্ষ— আম গাছ।
প্রশ্ন:১০
আরােহী মুল কোথায় থাকে ?
উত্তর:
পান, গজপিপুল।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৮[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১০[NEXT]
✸✸✸

Comments
Post a Comment