নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
নিম্নলিখিত কোন্ উপাদানটি কোশপর্দার মাধ্যমে সক্রিয় পরিবহণে ব্যবহৃত হয় ?
(a) সাইক্লিক AMP
(b) অ্যাসিটাইল ক্লোরিন
(c) ATP
(d) লেসিথিন
উত্তর: C
প্রশ্ন:২
ফসফরাস কার গঠনগত উপাদান—
(a) নিউক্লিক অ্যাসিড
(b) কার্বোহাইড্রেট
(c) প্রােটিন
(d) ফ্যাট
উত্তর: A
প্রশ্ন:৩
Mg2+ এবং Fe2+ উদ্ভিদের কীসের জন্য দরকারী—
(a) স্টোমাটার চলন
(b) শক্তির স্থানান্তর
(c) ক্লোরােফিল গঠন
(d) কার্বোহাইড্রেট পরিবহণ
উত্তর: C
প্রশ্ন:৪
পাতার সম্মুখভাগ নুয়ে পড়ে কোন্ খনিজের অভাবে ?
(a) সালফার
(b) ফসফরাস
(c) ক্যালশিয়াম
(d) নাইট্রোজেন
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনটি উদ্ভিদের অজৈব পরিপােষক নয় ?
(a) জল
(b) CO2 গ্যাস
(c) খনিজ আয়ন
(d) N2 গ্যাস
উত্তর: D
প্রশ্ন:৬
উদ্ভিদদেহে Ca, K, Mg এবং P-এর সাধারণ অভাবজনিত লক্ষণটি হল—
(a) মৃত নেক্রোটিক অঞ্চলের আবির্ভাব
(b) সংবহন কলার অপর্যাপ্ত বৃদ্ধি
(c) পত্রাগ্রের বেঁকে যাওয়া
(d) ক্যারােটিনের পর্যাপ্ত উৎপাদন
উত্তর: A
প্রশ্ন:৭
সকল সস্য উদ্ভিদে কার্বন থাকে কী রূপে ?
(a) কার্বন মৌল
(b) কার্বনেট
(c) CO2
(d) কার্বোহাইড্রেট
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনটি খনিজ আয়ন নয় ?
(a) NO3
(b) Mg
(c) CO2
(d) Al
উত্তর: C
প্রশ্ন:৯
লেবুগাছের 'Mottle leaf' রােগটি কোন্ খনিজের অভাবে ঘটে—
(a) বােরন
(b) জিংক
(c) ম্যাগনেশিয়াম
(d) মলিবডেনাম
উত্তর: B
প্রশ্ন:১০
C4 চক্র আবিষ্কার করেন ?
(a) Hatch and Slack
(b) Calvin
(c) Hill
(d) Arnon
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৩[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৫[NEXT]
✸✸✸
Comments
Post a Comment