উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
উদ্ভিদের ক্ষেত্রে প্রধানত কোন্ অঙ্গের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে ?
উত্তর:
পত্ররন্ধ্র দিয়ে।
প্রশ্ন:২
গ্লুকোজের RQ কত ?
উত্তর:
গ্লুকোজের RQ হল 1।
প্রশ্ন:৩
কোন্ প্রক্রিয়ায় স্থৈতিক শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর:
শ্বসন প্রক্রিয়ায়।
প্রশ্ন:৪
ক্রেবস চক্রটি কোথায় সম্পন্ন হয় ?
উত্তর:
কোশ-অঙ্গাণু মাইটোকনড্রিয়াতে।
প্রশ্ন:৫
শ্বসনের বিপরীত প্রক্রিয়া কোনটি ?
উত্তর:
সালােকসংশ্লেষ।
প্রশ্ন:৬
লােহিত রক্ত কণিকায় ক্রেবস চক্র ঘটে না কেন ?
উত্তর:
লােহিত রক্ত কণিকায় মাইটোকনড্রিয়া না থাকায় সেখানে ক্রেবস চক্র ঘটে না।
প্রশ্ন:৭
শ্বসনের পর্যায় দুটি কী কী ?
উত্তর:
শ্বসনের পর্যায় দুটি হল—গ্লাইকোলাইসিস ও ক্রেবস্ চক্র।
প্রশ্ন:৮
কোন্ প্রক্রিয়াকে তাপমােচী প্রক্রিয়া বলে ?
উত্তর:
শ্বসনকে তাপমােচী প্রক্রিয়া বলে।
প্রশ্ন:৯
কোন্ গাছের শ্বাসমূল থাকে ?
উত্তর:
সুন্দরী, গরান ইত্যাদি লবণাম্বু গাছে।
প্রশ্ন:১০
একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যহ কত ক্যালােরির শক্তির প্রয়ােজন হয় ?
উত্তর:
2500-3000 kcal।
Comments
Post a Comment