বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
পর্বজ মূলের উদাহরণ দাও।
উত্তর:
পান, গজপিপুল।
প্রশ্ন:২
কেয়া গাছের মূলত্র কীরূপ ?
উত্তর:
কেয়া গাছের বহুযােজী মূলত্র দেখা যায়।
প্রশ্ন:৩
উদ্ভিদের কোন্ অংশ আলাের প্রতিকূলে বৃদ্ধি পায় ?
উত্তর:
মূল।
প্রশ্ন:৪
বুলবিল কোথায় দেখা যায় ?
উত্তর:
চুপড়ি আলু, কন্দপুষ্প ইত্যাদিতে।
প্রশ্ন:৫
পত্ৰজ মূলের উদাহরণ দাও।
উত্তর:
পাথরকুচি।
প্রশ্ন:৬
কোন্ উদ্ভিদের মূল সবুজ ?
উত্তর:
গুলঞ্চ উদ্ভিদের মূল সবুজ।
প্রশ্ন:৭
কোন্ গাছে নিউমাটোফোর আছে ?
উত্তর:
সুন্দরী, গরান।
প্রশ্ন:৮
আত্তীকরণ মূল কোথায় দেখা যায় ?
উত্তর:
গুলঞ্চ।
প্রশ্ন:৯
মূলজেব কোথায় দেখা যায় ?
উত্তর:
কচুরিপানা।
প্রশ্ন:১০
কাণ্ডজ মূলের উদাহরণ দাও।
উত্তর:
বট।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৭[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৯[NEXT]
✸✸✸

Comments
Post a Comment