বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
DNA-র ক্ষেত্রে কোনটি সত্য নয় ?
(a) এটি কোশের জিনগত উপাদান
(b) অ্যাডেনিন থাইমিনের সঙ্গে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে
(c) এটি কেবল রাইবােজ সুগার দিয়ে গঠিত
(d) সুগার ও ফসফেট গ্রুপ মিলে ব্যাক বােন গঠন করে
উত্তর: C
প্রশ্ন:২
সংপৃক্ত ফ্যাট (Saturated fat) হল—
(a) ঘরের উষ্ণতায় কঠিন
(b) ফ্যাটি অ্যাসিড থাকে, কিন্তু কার্বন অণুর মধ্যে ডাবল বন্ড থাকে না
(c) এটি প্রাণীদেহে থাকে
(d) ওপরের সবকটিই সঠিক
উত্তর: D
প্রশ্ন:৩
নীচের কোনটি প্রকৃতপক্ষে জৈবিক সক্রিয় পলিমার নয় ?
(a) স্টার্চ
(b) কোলাজেন
(c) জল
(d) DNA
উত্তর: C
প্রশ্ন:৪
নীচের কোনটি একটি পলিস্যাকারাইড—
(a) গ্লুকোজ
(b) গ্লাইকোজেন
(c) মল্টোজ
(d) ল্যাক্টোজ
উত্তর: B
প্রশ্ন:৫
কোন্ জৈব অণুতে পেপটাইড বন্ড থাকে ?
(a) কার্বোহাইড্রেট
(b) ফ্যাট
(c) নিউক্লিক অ্যাসিড
(d) প্রােটিন
উত্তর: D
প্রশ্ন:৬
নীচের কোনটির মধ্যে DNA থাকে—
(a) ক্রোমােজোম
(b) কোশপ্রাচীর
(c) রাইবােজোম
(d) গলগি বডি
উত্তর: A
প্রশ্ন:৭
প্রােটিন গঠিত হয়—
(a) গ্লুকোজ অণু
(b) অ্যামাইনাে অ্যাসিড
(c) নিউক্লিওটাইড
(d) নিউক্লিওসাইট
উত্তর: B
প্রশ্ন:৮
অ্যামাইনাে অ্যাসিড যা দেহে সংশ্লেষিত হয় না সেটি—
(a) অপ্রয়ােজনীয়, তাই তাদের প্রয়ােজন নেই
(b) লিমিটিং কিন্তু ডায়েটে প্রয়ােজন
(c) উপচিতি, অ্যামাইনাে অ্যাসিডের বিকল্প
(d) অপরিহার্য এবং ডায়েটে থাকা প্রয়ােজন
উত্তর: D
প্রশ্ন:৯
ফ্যাট, তেল ও স্টেরয়েড হল—
(a) প্রোটিন
(b) নিউক্লিক অ্যাসিড
(c) পলিস্যাকারাইড
(d) লিপিড
উত্তর: D
প্রশ্ন:১০
নীচের কোন্ বৈশিষ্ট্যটি RNA-র ক্ষেত্রে সঠিক ?
(a) এর সুগার হল ডিঅক্সিরাইবােজ
(b) এটি দ্বিতন্ত্রী
(c) এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে
(d) এতে অ্যাডেনিন তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে থাইমিনের সঙ্গে যুক্ত থাকে
উত্তর: C

Comments
Post a Comment