বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
কী কারণে নখ শক্ত হয় ?
উত্তর:
শক্ত কেরাটিনাইজড এপিডারমাল কোশ দিয়ে গঠিত হওয়ায়।
প্রশ্ন:২
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কী ধরনের স্নায়ুকোশ দেখা যায় ?
উত্তর:
বহুমেরুযুক্ত স্নায়ুকোশ এবং মেডুলেটেড স্নায়ুকোশ।
প্রশ্ন:৩
স্নায়ুকোশের কোন্ অংশ স্নায়ু আবেগ গ্রহণ করে এবং কোন্ অংশ প্রেরণ করে ?
উত্তর:
ডেনড্রাইট স্নায়ু আবেগ গ্রহণ করে এবং অ্যাক্সন স্নায়ু আবেগ প্রেরণ করে।
প্রশ্ন:৪
কোন্ শ্বেত কণিকা হেপারিন নিঃসরণ করে ?
উত্তর:
বেসোফিল শ্বেত কণিকা।
প্রশ্ন:৫
কোন্ প্রকার শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে ?
উত্তর:
লিম্ফোসাইট শ্বেত কণিকা।
প্রশ্ন:৬
নিউট্রোফিলের কাজ কী ?
উত্তর:
ব্যাকটেরিয়া আত্মসাৎ করা।
প্রশ্ন:৭
অ্যাপােক্রিন, হলোক্রিন ও মেরোক্রিন গ্রন্থির উদাহরণ দাও।
উত্তর:
যথাক্রমে স্তনগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি এবং লালাগ্রন্থি।
প্রশ্ন:৮
সােয়ান কোশের কাজ কী ?
উত্তর:
মায়ােলিন সিদ উৎপন্ন করা।
প্রশ্ন:৯
সারকোমিয়ার কোথায় থাকে ?
উত্তর:
মায়ােফাইব্রিল-এর দুটি Z-রেখার অন্তর্বর্তী স্থানে।
প্রশ্ন:১০
অস্থির আবরণকে কী বলে ?
উত্তর:
পেরিঅস্টিয়াম।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১০[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১২[NEXT]
✸✸✸

Comments
Post a Comment