বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল উপাদান হল—
(a) গ্লুকোজ
(b) মল্টোজ
(c) অ্যামাইনাে অ্যাসিড
(d) ফ্যাটি অ্যাসিড
উত্তর: A
প্রশ্ন:২
নন্-এসেনসিয়াল অ্যামাইনাে অ্যাসিড—
(a) দেহে সংশ্লেষিত হয়
(b) দেহে সংশ্লেষিত হয় না
(c) খাবারের সঙ্গে গৃহীত হয়
(d) এটি পুষ্টি উপাদান নয়
উত্তর: A
প্রশ্ন:৩
DNA-র পিরিমিডিন হল—
(a) ইউরাসিল ও গুয়ানিন
(b) থাইমিন ও সাইটোসিন
(c) অ্যাডেনিন সাইটোসিন
(d) অ্যাডেনিন ও গুয়ানিন
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ RNA প্রােটিন সংশ্লেষ স্থানে বার্তা বহন করে ?
(a) r-RNA
(b) t-RNA
(c) m-RNA
(d) জেনেটিক RNA
উত্তর: C
প্রশ্ন:৫
নাইট্রোজেন একটি প্রয়ােজনীয় উপাদান—
(a) কার্বোহাইড্রেট
(b) প্রােটিন
(c) ফ্যাট
(d) ভিটামিন
উত্তর: B
প্রশ্ন:৬
r-RNA পাওয়া যায়—
(a) রাইবােজোমে
(b) মাইটোকন্ডিয়া
(c) ক্লোরােপ্লাস্টে
(d) সাইটোপ্লাজমে
উত্তর: A
প্রশ্ন:৭
প্রােটিনের কোনটি গঠনগত উপাদান ?
(a) নাইট্রোজেন
(b) NH2 গ্রুপ
(c) COOH গ্রুপ
(d) অ্যামাইনাে অ্যাসিড
উত্তর: D
প্রশ্ন:৮
DNA অণু হল—
(a) সিঙ্গল হেলিক্স
(b) ডাবল হেলিক্স
(c) নন হেলিক্স
(d) সবগুলিই সঠিক
উত্তর: B
প্রশ্ন:৯
ফেলিং-এর রিএজেন্ট যে টেস্ট করার জন্য ব্যবহৃত হয় তা হল—
(a) রিডিউসিং সুগার
(b) ননরিডিউসিং সুগার
(c) স্টার্চ
(d) প্রােটিন
উত্তর: A
প্রশ্ন:১০
প্রতিটি ফ্যাট অণু গঠিত হয়—
(a) এক অণু ফ্যাটি অ্যাসিড ও এক অণু গ্লিসারল
(b) দুই অণু ফ্যাটি অ্যাসিড ও এক অণু গ্লিসারল
(c) তিন অণু ফ্যাটি অ্যাসিড ও এক অণু গ্লিসারল
(d) তিন অণু গ্লিসারল ও এক অণু ফ্যাটি অ্যাসিড
উত্তর: C
✸✸✸
⚡কোশের গঠন এবং কাজ, সেট ২[NEXT]
✸✸✸

Comments
Post a Comment