বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
C4 চক্র কোথায় সম্পন্ন হয় ?
উত্তর:
মেসােফিল কোশ ও বান্ডিল সিদের কোশে সম্পন্ন হয়।
প্রশ্ন:২
জল থেকেই যে O2 উৎপন্ন হয় তা কোন্ বিজ্ঞানী পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন ?
উত্তর:
রুবেন ও ক্যামেন।
প্রশ্ন:৩
দুটি আলােকশ্বসনকারী উদ্ভিদের নাম কী ?
উত্তর:
ধান, মটর।
প্রশ্ন:৪
CAM কথার পুরাে নাম কী ?
উত্তর:
ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম (Crassulacean Acid Metabolism )।
প্রশ্ন:৫
C3 পথে উৎপাদিত স্থায়ী যৌগটি কী ?
উত্তর:
ফসফোগ্লিসারিক অ্যাসিড।
প্রশ্ন:৬
সালােকসংশ্লেষে প্রক্রিয়ায় নির্গত 02 গ্যাসের উৎস কী ?
উত্তর:
H2O।
প্রশ্ন:৭
কোন্ চক্রকে হ্যাচ স্ল্যাক চক্র বলে ?
উত্তর:
C4 চক্রকে হ্যাচ স্ল্যাক চক্র বলে।
প্রশ্ন:৮
ক্রাঞ্জ অ্যানাটমি কী ?
উত্তর:
C4 উদ্ভিদের বান্ডিল সিদের কলাস্থানিক গঠনকে ক্রাঞ্জ অ্যানাটমি বলে।
প্রশ্ন:৯
C4 চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি কী ?
উত্তর:
4C-যুক্ত অক্সালাে অ্যাসেটিক অ্যাসিড (OAA)।
প্রশ্ন:১০
C3 পথ কোথায় ঘটে ?
উত্তর:
সবুজ উদ্ভিদের ক্লোরােপ্লাস্টের স্ট্রোমায় ঘটে।

Comments
Post a Comment