বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
যখন একটি উদ্ভিদ কোশকে বিশুদ্ধ জলে রাখা হয়—
(a) ডুবে যায় এবং ফেটে যায়
(b) জলের নির্গমন ঘটবে এবং উইল্টিং ঘটবে
(c) রসস্ফীতি চাপের জন্য দৃঢ় হবে
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ উদ্ভিদের স্টোমাটা দিনের বেলায় বন্ধ থাকে এবং রাতের বেলায় খােলা থাকে ?
(a) Corn
(b) জলজ লিলি
(c) Pistia
(d) ক্যাকটাস
উত্তর: D
প্রশ্ন:৩
নিঃস্রাবণ ঘটে কারণ—
(a) বাষ্পমােচন
(b) মূলজ চাপ বৃদ্ধি
(c) পাতার চাপ বৃদ্ধি
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
পূর্ণ রসস্ফীত কোশে নিম্নলিখিত কোনটি শূন্য হবে ?
(a) শােষক চাপ
(b) অভিস্রবণীয় চাপ
(c) প্রাচীর চাপ
(d) রসস্ফীতি চাপ
উত্তর: A
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনটি ব্যাপনের মাত্রা বৃদ্ধি করে না—
(a) পদার্থের আকৃতির হ্রাস
(b) পদার্থের আকৃতির বৃদ্ধি
(c) তরলের উষ্ণতা বৃদ্ধি
(d) পদার্থের ঘনত্ব বৃদ্ধি
উত্তর: B
প্রশ্ন:৬
মূলজ চাপ ঘটার কারণ—
(a) বাষ্পমােচনের মাধ্যমে জাইলেম মধ্যস্থ জলের নির্গমন
(b) জাইলেমের মধ্যে জলের অভিস্রবণীয় পরিবহণ
(c) a ও b উভয়
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৭
বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ হল—
(a) 0
(b) 0.1
(c) 1
(d) 10
উত্তর: A
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ রঞ্জক পদার্থ দিনের বেলায় স্টোমাটা খুলতে সাহায্য করে—
(a) ফাইটোক্রোম
(b) ক্যারােটিন
(c) ফাইকোবিলিন
(d) প্লাস্টোসায়ানিন
উত্তর: A
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ হরমােন জলজ চাপের জন্য স্টোমাটার বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে—
(a) অক্সিন
(b) জিব্বারেলিন
(c) সাইটোকাইনিন
(d) অ্যাবসাইসিক অ্যাসিড
উত্তর: D
প্রশ্ন:১০
কোশের জলবিভব হ্রাস পাওয়ার কারণ—
(a) দ্রাবকের মাত্রা বৃদ্ধি
(b) জলের মাত্রা বৃদ্ধি
(c) তাপমাত্রা বৃদ্ধি
(d) তাপমাত্রা হ্রাস
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৫[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৭[NEXT]
✸✸✸

Comments
Post a Comment