বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
সালােকসংশ্লেষের বিভিন্ন গবেষণার অগ্রগতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়—
(a) Chlamydomonas
(b) Chlorella
(c) পালংপাতা
(d) Hydrilla
উত্তর: B
প্রশ্ন:২
ক্লোরােফিল- lএ থাকে—
(a) সব সালােকসংশ্লেষীয় ইউক্যারিওটে ও প্রােক্যারিওটে
(b) ছত্রাক ছাড়া সব উদ্ভিদে
(c) সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় O2 নির্গমনকারী সব উদ্ভিদে
(d) সব উন্নত সালােকসংশ্লেষকারী উদ্ভিদে
উত্তর: D
প্রশ্ন:৩
সালােকসংশ্লেষের সঠিক সমীকরণ হল—
(a) CO2+6H2O→C6+H12O6+6O2
(b) C6H12O6+CO2→6CO2+6H2O
(c) 6CO2+12H2O→C6H12O6+6O2+6H2O
(d) 6CO2+10H2O→C6H12O6+O2+4H2O
উত্তর: C
প্রশ্ন:৪
ব্যাকটেরিয়ার সালােকসংশ্লেষে হাইড্রোজেনদাতার ভূমিকা পালন করে—
(a) H2SO4
(b) H2O
(c) H2S
(d) NH3
উত্তর: C
প্রশ্ন:৫
সালােকসংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে—
(a) নীল আলােকে
(b) সূর্যালােকে
(c) লাল আলােকে
(d) সবুজ আলােকে
উত্তর: C
প্রশ্ন:৬
ক্লোরােফিলের মধ্যে Mg-এর পরিমাণ হল—
(a) 5%
(b) 2.7%
(c) 9.6%
(d) 20%
উত্তর: B
প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় সঞ্চিত বস্তু ?
(a) প্রােটিন
(b) ফ্যাট
(c) স্টার্চ
(d) সুক্রোজ/গ্লুকোজ
উত্তর: C
প্রশ্ন:৮
ক্লোরােফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়ােজন ?
(a) Fe এবং Mg
(b) Fe এবং Ca
(c) Ca এবং K
(d) Ca এবং C
উত্তর: A
প্রশ্ন:৯
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সালােকসংশ্লেষের ক্ষেত্রে সঠিক ?
(a) CO2 এবং H2O উভয়ে জারিত হয়
(b) CO2 এবং H2O উভয়ে বিজারিত হয়
(c) CO2 জারিত হয় এবং H2O বিজারিত হয়
(d) CO2 বিজারিত হয় এবং H2O জারিত হয়
উত্তর: D
প্রশ্ন:১০
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির পরিবর্তন ঘটে—
(a) বৈদ্যুতিক শক্তি→রাসায়নিক শক্তি
(b) আলােক শক্তি→রাসায়নিক শক্তি
(c) রাসায়নিক শক্তি→আলােক শক্তি→বৈদ্যুতিক শক্তি
(d) আলােক শক্তি→বৈদ্যুতিক শক্তি→রাসায়নিক শক্তি
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১০[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১২[NEXT]
✸✸✸

Comments
Post a Comment