বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
প্রাণীকোশে প্রােটিন সংশ্লেষের স্থান হল—
(a) SER
(b) RER
(c) m-RNA
(d) ক্লোরােপ্লাস্টের ধাত্র
উত্তর: B
প্রশ্ন:২
কোশের প্রধান ক্ষরণ কাজ সম্পন্ন হয় কোন্ অঙ্গাণুতে ?
(a) স্ফেরােজোম
(b) লাইসােজোম
(c) ডিকটিওজোম
(d) পারঅক্সিজোম
উত্তর: C
প্রশ্ন:৩
একক পর্দা অনুপস্থিত থাকে—
(a) লাইসােজোমে
(b) রাইবােজোমে
(c) মাইটোকন্ড্রিয়া
(d) গলগি বস্তুতে
উত্তর: D
প্রশ্ন:৪
SER-এর কাজ হল—
(a) ক্ষরণ
(b) প্রােটিন সংশ্লেষ
(c) ফ্যাট বিপাক
(d) ফ্যাট সংশ্লেষ
উত্তর: D
প্রশ্ন:৫
থাইলাকয়েড উপস্থিত—
(a) মাইট্রোকন্ড্রিয়ায়
(b) ER
(c) গলগি বস্তুতে
(d) ক্লোরােপ্লাস্টে
উত্তর: D
প্রশ্ন:৬
অ্যামাইলােপ্লাস্টে সঞ্চিত পদার্থ—
(a) শ্বেতসার
(b) তেল
(c) প্রোটিন
(d) গ্লাইকোজেন
উত্তর: A
প্রশ্ন:৭
RER-এর কাজ হল—
(a) লিপিড সংশ্লেষ
(b) প্রোটিন সংশ্লেষ
(c) গ্লাইকোজেন সংশ্লেষ
(d) কার্বোহাইড্রেট সংশ্লেষ
উত্তর: B
প্রশ্ন:৮
ER-এর আবিষ্কারক—
(a) গার্নার
(b) পাের্টার
(c) অ্যালডে
(d) ডি.ডুভে
উত্তর: B
প্রশ্ন:৯
গলগি বস্তুর কাজ হল—
(a) রেচন
(b) ক্ষরণ
(c) ট্রানস্লেশন
(d) ট্রান্সক্রিপশন
উত্তর: B
প্রশ্ন:১০
ক্লোরােপ্লাসটিডে থাকে—
(a) ক্রোমাটোফোর
(b) থাইলাকয়েড
(c) ক্রিস্টা
(d) মাইক্রোটিউবিউল
উত্তর: B

Comments
Post a Comment