বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
মিয়ােসিস কোশ বিভাজনে একটি মাতৃকোশ থেকে কটি অপত্য কোশ সৃষ্টি হয় ?
উত্তর:
চারটি।
প্রশ্ন:২
কোশ চক্রের কোন্ দশায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে বিপাক ক্রিয়া সম্পন্ন হয় ?
উত্তর:
ইন্টারফেজ দশায়।
প্রশ্ন:৩
কোন্ কোশ বিভাজিত হয় না ?
উত্তর:
স্নায়ুকোশ।
প্রশ্ন:৪
কোন্ দশায় RNA সংশ্লেষ ঘটে ?
উত্তর:
G1 ও G2 দশায়।
প্রশ্ন:৫
কোন্ প্রকার কোশ বিভাজনকে সদৃশ বিভাজন বলে ?
উত্তর:
মাইটোসিসকে।
প্রশ্ন:৬
কোন্ দশায় DNA অণু সংশ্লেষ হয় ?
উত্তর:
ইন্টারফেজের 'S' দশায়।
প্রশ্ন:৭
একটি মূলের অগ্রথ ভাজক কলায় 256 টি কোশ সৃষ্টির জন্য কতবার মাইটোসিস কোশ বিভাজন দরকার ?
উত্তর:
9 বার।
প্রশ্ন:৮
উদ্ভিদদেহে মাইটোসিস কোশ বিভাজন কোথায় দেখা যায় ?
উত্তর:
ভাজক কলায় (কাণ্ড ও মূলের অগ্রভাগে)।
প্রশ্ন:৯
100 টি পরাগরেণু সৃষ্টির জন্য কতবার মিয়ােসিস বিভাজন প্রয়ােজন ?
উত্তর:
25 বার।
প্রশ্ন:১০
কোন্ প্রকার কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে ?
উত্তর:
মিয়ােসিসকে।

Comments
Post a Comment