বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
দেহের জেনটিক ইনফরমেশন নিম্নলিখিত কোনটির জন্য ?
(a) গঠনগত প্রােটিন
(b) উৎসেচক
(c) DNA
(d) DNA ও উৎসেচক
উত্তর: C
প্রশ্ন:২
নীচের কোন্ ম্যাক্রোউপাদানটি প্রােটিন ?
(a) গ্লাইকোজেন
(b) কেরাটিন
(c) কোলেস্টেরল
(d) কাইটিন
উত্তর: B
প্রশ্ন:৩
ফাজ ভাইরাসে থাকে কোন্ জেনেটিক পদার্থ ?
(a) DNA
(b) DNA ও RNA
(c) RNA
(d) r-RNA
উত্তর: A
প্রশ্ন:৪
প্রােটিনের ডিন্যাচুরেশন হলে কোন্ বৈশিষ্ট্যটি থাকে না ?
(a) প্রাথমিক গঠন
(b) অ্যামাইনাে অ্যাসিডের সজ্জাক্রম
(c) থ্রি ডাইমেনশনার আকৃতি
(d) পেপটাইড বন্ড
উত্তর: C
প্রশ্ন:৫
প্রোটিনের প্রাইমারি গঠন নিম্নলিখিত কোনটির জন্য ?
(a) হাইড্রোজেন বন্ড
(b) পেপটিক বন্ড
(c) S-S লিংকেজ
(d) আয়নিক বন্ড
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি নিউক্লিওটাইড ?
(a) সুগার, নাইট্রোজেন বেস, ফসফোরিক অ্যাসিড
(b) ফ্যাট ও পলিস্যাকারাইডের মনােমার
(c) প্রােটিন ও পলিস্যাকারাইডের মনোমার
(d) ওপরের সবগুলিই
উত্তর: A
প্রশ্ন:৭
DNA ও RNA-র মূল পদার্থ হল—
(a) সুগার ও বেস
(b) সুগার ও ফসফেট
(c) ফসফেট ও বেস
(d) কেবল সুগার
উত্তর: A
প্রশ্ন:৮
নীচের কোনটি লিপিড নয় ?
(a) স্টেরয়েড
(b) কোলেস্টেরল
(c) মোম
(d) পলিস্যাকারাইড
উত্তর: D
প্রশ্ন:৯
নীচের কোন্ ম্যাক্রোউপাদান সবসময় শক্তি সরবরাহ করে ?
(a) প্রােটিন
(b) কার্বোহাইড্রেট
(c) ফ্যাট
(d) কার্বোহাইড্রেট ও ফ্যাট
উত্তর: D
প্রশ্ন:১০
প্রোটিন অণুর ত্রিমাত্রিক বন্ড নিম্নলিখিত কোনটির ফল ?
(a) হাইড্রোফোবিক বন্ডিং
(b) ইলেকট্রোসাইটিক বন্ডিং
(c) হাইড্রোজেন বন্ডিং
(d) ওপরের সবগুলিই
উত্তর: D

Comments
Post a Comment