বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
মিয়ােসিসের কোন্ দশায় সমসংস্থ ক্রোমােজোমগুলি জোড় বাঁধে ?
(a) লেপ্টোটিন
(b) জাইগোটিন
(c) প্যাকাইটিন
(d) ডিপ্লোটিন
উত্তর: B
প্রশ্ন:২
ক্যারিওকাইনেসিস কোনটির বিভাজন ?
(a) সাইটোপ্লাজম
(b) নিউক্লিয়াস
(c) সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস
(d) কোশ
উত্তর: B
প্রশ্ন:৩
প্রফেজ-I-এর উপদশাগুলির সঠিক ক্ৰম কোনটি ?
(a) লেপ্টোটিন, জাইগােটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস
(b) লেপ্টোটিন, প্যাকাইটিন, জাইগােটিন, ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন
(c) লেপ্টোটিন, জাইগােটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস
(d) প্যাকাইটিন, লেপ্টোটিন, জাইগােটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস
উত্তর: C
প্রশ্ন:৪
সাইন্যাপসিসের সময় দুটি সমসংস্থ ক্রোমােজোম কোন্ অঞ্চলে সংযুক্ত হয় ?
(a) ক্রোমােমিয়ার
(b) সেন্ট্রোমিয়ার
(c) টেলােমিয়ার
(d) b ও c উভয়েই
উত্তর: C
প্রশ্ন:৫
নিউক্লীয় আবরণী কোন্ দশায় বিলুপ্ত হয় ?
(a) প্রফেজ
(b) অন্তিম প্রফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ
উত্তর: B
প্রশ্ন:৬
ক্রসিংওভার কোন্ দশায় ঘটে ?
(a) লেপ্টোটিন
(b) জাইগােটিন
(c) প্যাকাইটিন
(d) ডায়াকাইনেসিস
উত্তর: C
প্রশ্ন:৭
নিউক্লীয় পর্দা কোন্ দশায় গঠিত হয় ?
(a) প্রফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলােফেজ
উত্তর: D
প্রশ্ন:৮
ক্রোমােজোমগুলি কোন্ দশায় পৃথক হয় ?
(a) প্রথম প্রফেজ
(b) প্রথম মেটাফেজ
(c) প্রথম অ্যানাফেজ
(d) প্রথম টেলােফেজ
উত্তর: C
প্রশ্ন:৯
জাইগােটিক মিয়ােসিস কোথায় দেখা যায় ?
(a) ড্রায়ােপটেরিসে
(b) পাইনাসে
(c) মারকেনসিয়ায়
(d) ক্ল্যামাইডােমােনাসে
উত্তর: D
প্রশ্ন:১০
টার্মিনালাইজেশন কোন্ দশায় ঘটে ?
(a) মাইটোসিস
(b) মিয়ােসিস-II
(c) ডায়াকাইনেসিস
(d) সাইটোকাইনেসিস
উত্তর: C

Comments
Post a Comment