বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
নীচের কোনটি সংযুক্ত প্রােটিন নয় ?
(a) হিমােগ্লোবিন
(b) হিমােসায়ানিন
(c) পেপটোন
(d) নিউক্লিওপ্রােটিন
উত্তর: C
প্রশ্ন:২
DNA অণু RNA অণুর থেকে পৃথক নিম্নলিখিত বৈশিষ্ট্যে—
(a) একমাত্র সুগার
(b) একমাত্র পিউরিন
(c) সুগার ও পিউরিন
(d) সুগার ও পিরিমিডিন
উত্তর: D
প্রশ্ন:৩
নীচের কোনটি একটি সংযুক্ত প্রােটিন ?
(a) অ্যালবুমিন
(b) গ্লোবিউলিন
(c) ফসফোপ্রােটিন
(d) মায়ােগ্লোবিন
উত্তর: C
প্রশ্ন:৪
সেন্ট্রিওল উপস্থিত—
(a) সেন্ট্রোজোমে
(b) ক্রোমোজোমে
(c) সেন্ট্রোমিয়ারে
(d) বেমতন্তুতে
উত্তর: A
প্রশ্ন:৫
m-RNA নীচের কোনটি পলিমার ?
(a) ডিঅক্সিরাইবাে নিউক্লিওটাইড
(b) রাইবােক্লিওসাইড
(c) ডিঅক্সিরাইবাে নিউক্লিওসাইড
(d) রাইবােনিউক্লিওটাইড
উত্তর: D
প্রশ্ন:৬
23 টি বেস পেয়ারসহ DNA-এর দৈর্ঘ্য হল—
(a) 78.4Å
(b) 78.2Å
(c) 78Å
(d) 74.8Å
উত্তর: B
প্রশ্ন:৭
DNA-র দ্বিতন্ত্রী গঠনের আবিষ্কারক হল—
(a) খােরানা
(b) ওয়াটসন
(c) ক্রিক
(d) ওয়াটসন ও ক্রিক
উত্তর: D
প্রশ্ন:৮
নীচের কোনটি সঞ্চিত প্রােটিন ?
(a) কেরাটিন
(b) কোলাজেন
(c) গ্লুটেলিন
(d) হিমােগ্লোবিন
উত্তর: C
প্রশ্ন:৯
নীচের কোনটি একটি ফাইব্রাস প্রােটিন ?
(a) অ্যালবুমেন
(b) গ্লোবিউলিন
(c) কোলাজেন
(d) প্রোলামিন
উত্তর: C
প্রশ্ন:১০
নীচের কোনটি পিরিমিডিন বেস নয় ?
(a) থাইমিন
(b) গুয়ানিন
(c) সাইটোসিন
(d) ইউরাসিল
উত্তর: B

Comments
Post a Comment