বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
বীজহীন ফল উৎপাদনকে বলে—
(a) মােচন
(b) ফটোমরফোজেনেসিস
(c) কলাকৰ্ষণ
(d) পার্থেনােকাৰ্পি
উত্তর: D
প্রশ্ন:২
যান্ত্রিকভাবে সুপ্তদশা ভঙ্গকারী বীজত্বক দেখা যায়—
(a) Solanum-এ
(b) Capsella-তে
(c) Manigifera-তে
(d) Sphagnum-এ
উত্তর: B
প্রশ্ন:৩
জরা আনয়নকারী হরমােন হল—
(a) জিব্বারেলিন
(b) অক্সিন
(c) ইথিলিন
(d) সাইটোকাইনিন
উত্তর: C
প্রশ্ন:৪
উদ্ভিদের আলােক গ্রাহক অঙ্গটি হল—
(a) মূল
(b) কাণ্ড
(c) ফুল
(d) পাতা
উত্তর: D
প্রশ্ন:৫
প্রাকৃতিক অক্সিন হল—
(a) 2, 4-D
(b) NAA
(c) IAA
(d) সবকটি
উত্তর: C
প্রশ্ন:৬
হ্রস্ব-দি বা উদ্ভিদ হল—
(a) Capsella
(b) Solanum
(c) Spiracea
(d) Cucumis
উত্তর: B
প্রশ্ন:৭
খরাসুবেদী হরমােন হল—
(a) অক্সিন
(b) NAA
(c) IAA
(d) ABA
উত্তর: D
প্রশ্ন:৮
আগাছা দমনে সাহায্য করে—
(a) 2, 4-D
(b) NAA
(c) IAA
(d) IBA
উত্তর: A
প্রশ্ন:৯
মুকুলের সুপ্তদশা ভঙ্গ করে—
(a) জিব্বারেলিন
(b) অক্সিন
(c) ABA
(d) NAA
উত্তর: C
প্রশ্ন:১০
ফিনাইল ইউরিয়াঘটিত হরমােন হল—
(a) অক্সিন
(b) জিব্বারেলিন
(c) কাইনিন বা সাইটোকাইনিন
(d) ইথিলিন
উত্তর: C
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১২[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৪[NEXT]
✸✸✸

Comments
Post a Comment