বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
নীচের কোন্ তন্ত্র পরিবেশে সঙ্গে সরাসরি উন্মুক্ত থাকে না ?
(a) পরিপাক তন্ত্র
(b) শ্বসন তন্ত্র
(c) সংবহন তন্ত্র
(d) রেচন তন্ত্র
উত্তর: C
প্রশ্ন:২
সিবেসিয়াস গ্রন্থি—
(a) ত্বকে অবস্থিত এবং ত্বককে মসৃণ রাখে
(b) দেহ তাপ নিয়ন্ত্রণ করে
(c) কর্ণকুহরে থাকে এবং শ্রবণ নিয়ন্ত্রণ করে
(d) এক প্রকারের অশ্রুগ্রন্থি, অশু ক্ষরণ করে
উত্তর: A
প্রশ্ন:৩
টেনডন ও লিগামেন্ট হল—
(a) যােগকলা
(b) রক্ত কলা
(c) পেশি কলা
(d) স্নায়ু কলা
উত্তর: A
প্রশ্ন:৪
নীচের কোন্ চারটি কলার ভাগ ?
(a) রক্ত, অস্থি, এপিথিলিয় টিস্যু, স্নায়ু কলা
(b) এপিথিলিয় কলা, যােগ কলা, পেশি কলা, স্নায়ু কলা
(c) স্নায়ু কলা, অ্যাডিপােজ কলা, পেশি কলা, রক্ত কলা
(d) এপিথিলিয় কলা, স্নায়ু কলা, পেশি কলা, রক্ত কলা
উত্তর: B
প্রশ্ন:৫
পেশির সংকোচী একক হল—
(a) মায়ােসিন
(b) অ্যাকটিন
(c) মায়ােফাইব্রিল
(d) পেশি কোশ
উত্তর: C
প্রশ্ন:৬
নীচের কোনটি সঠিক ম্যাচিং নয় ?
(a) অন্তঃক্ষরা গ্রন্থি—হরমােন
(b) লালাগ্রন্থি—উৎসেচক
(c) পেশি কলা—মায়ােফাইব্রিল
(d) এপিথেলীয় কলা—রক্ত
উত্তর: D
প্রশ্ন:৭
রক্তের কোন্ উপাদান জীবাণু ধ্বংসে অংশগ্রহণ করে ?
(a) WBC
(b) RBC
(c) অণুচক্রিকা
(d) উল্লিখিত সবগুলিই
উত্তর: A
প্রশ্ন:৮
বেশিরভাগ কোশ যা দিয়ে বেষ্টিত থাকে তা হল—
(a) রক্ত
(b) আন্তঃকোশীয় তরল
(c) জল
(d) বায়ু
উত্তর: B
প্রশ্ন:৯
হৃদ পেশি হল—
(a) অনৈচ্ছিক
(b) মসৃণ
(c) সরেখ
(d) a এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:১০
নীচের কোনটি টিস্যুর অন্তর্গত নয় ?
(a) কার্টিলেজ
(b) রক্ত
(c) ফুসফুস
(d) হৃদপেশি
উত্তর: C

Comments
Post a Comment