নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
আরশােলার কয় জোড়া শ্বাসছিদ্র (স্পিরাকল) আছে ?
(a) 2 জোড়া
(b) 8 জোড়া
(c) 2 জোড়া বক্ষে ও 8 জোড়া উদরে
(d) 8 জোড়া বক্ষে এবং 2 জোড়া উদরে
উত্তর: C
প্রশ্ন:২
আরশােলার সংবহন তন্ত্র কী প্রকৃতি ?
(a) ল্যাকুনার
(b) বদ্ধ
(c) পেরিট্রপিক
(d) ফেনেসট্রেটেড
উত্তর: A
প্রশ্ন:৩
আরশােলার দুজোড়া ডানার এক-এক জোড়া উৎপত্তি হয়েছে—
(a) প্রােথােরাক্স ও মেসােথােরাক্স
(b) মেসােথােরাক্স ও মেটাথােরাক্স
(c) প্রােথােরাক্স ও মেটাথােরাক্স
(d) প্রথম দুই উদর খণ্ডক
উত্তর: B
প্রশ্ন:৪
মেসেনটেরনের অগ্রভাগে অবস্থিত যে আটটি বদ্ধ নলাকার অংশ অবস্থিত তাদের কী বলে ?
(a) হেপাটিক সিকা
(b) ম্যালপিজিয়ান নালিকা
(c) ট্রাকিয়াল নালি
(d) স্পিরাকল
উত্তর: A
প্রশ্ন:৫
নীচের কোনটি উপরের চোয়াল ?
(a) ম্যাক্সিলা
(b) ম্যান্ডিবল
(c) ল্যাবিয়াল পাল্প
(d) হাইপোফ্যারিংক্স
উত্তর: A
প্রশ্ন:৬
আরশােলার পৌষ্টিক নালির কোন্ স্থানে খাদ্য বস্তু সঞ্চিত হয় ?
(a) পাকস্থলী
(b) অন্ত্ৰ
(c) ক্রপ
(d) মুখবিবর
উত্তর: C
প্রশ্ন:৭
আরশােলার পৌষ্টিক তন্ত্রের কোন্ অংশে খাদ্যবস্তু বিচূর্ণ হয় ?
(a) ক্রপ
(b) হেপাটিক সিকা
(c) মুখ উপাঙ্গ
(d) গিজার্ড
উত্তর: D
প্রশ্ন:৮
আরশােলার অগ্র ডানা জোড়াকে কী বলে ?
(a) স্টারনাম
(b) টারগাম
(c) এলিট্রা
(d) সারসি
উত্তর: C
প্রশ্ন:৯
আরশােলার মুখউপাঙ্গ পরিবর্তিত হয়েছে—
(a) গর্ত করা এবং শােষণ করার জন্য
(b) কামড়ানাে ও কাটার জন্য
(c) পরিষ্কার করা ও চোষণের জন্য
(d) চোষণ ও কামড়ানাের জন্য
উত্তর: B
প্রশ্ন:১০
ফ্যালােমিয়ার হল—
(a) আরশােলার বাহ্যিক জননেন্দ্রিয়
(b) ফিতাকৃমির যৌনগ্রন্থি
(c) কেঁচোর খণ্ডক
(d) কুনােব্যাঙের বিভাজিত ডিম
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১২[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৪[NEXT]
✸✸✸
Comments
Post a Comment