বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
ক্যারিওলিম্ফ হল—
(a) নিউক্লীয় পর্দা
(b) নিউক্লীয় রস
(c) নিউক্লীয় জালক
(d) ক্রোমোজোম
উত্তর: B
প্রশ্ন:২
নিউক্লিওলাস কে গঠন করে ?
(a) ER
(b) GB
(c) RNA
(d) DNA
উত্তর: C
প্রশ্ন:৩
কোন্ বস্তুর সংশ্লেষের প্রধান স্থান নিউক্লিওলাস—
(a) m-RNA
(b) t-RNA
(c) r-RNA
(d) DNA
উত্তর: C
প্রশ্ন:৪
সেন্ট্রিওল ও সেন্ট্রোজোম কোন্ কোশে পাওয়া যায় ?
(a) সমস্ত উদ্ভিদকোশে
(b) সমস্ত প্রাণীকোশে
(c) উভয় কোশে
(d) প্রােক্যারিওটিক কোশে
উত্তর: B
প্রশ্ন:৫
লাইসােজোম যখন কোনাে কোশ অঙ্গাণুকে পাচিত করে তাকে বলে—
(a) প্রাথমিক লাইসােজোম
(b) অটোফ্যাগি
(c) রেসিডুয়্যাল বডি
(d) হেটারােফ্যাগােজোম
উত্তর: B
প্রশ্ন:৬
নীচের কোন্ অঙ্গাণুটি পর্দাবৃত নয় ?
(a) নিউক্লিওলাস
(b) মাইটোকন্ড্রিয়া
(c) সেন্ট্রিওল
(d) ক্লোরােপ্লাস্ট
উত্তর: C
প্রশ্ন:৭
কোনটিকে সুইসাইড্যাল ব্যাগ বলে ?
(a) মেসােজোম
(b) সেন্ট্রোজোম
(c) লাইসােজোম
(d) মাইটোকন্ড্রিয়া
উত্তর: C
প্রশ্ন:৮
1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন আবিষ্কার করেন—
(a) নিউক্লিওলাস
(b) নিউক্লিয়াস
(c) কোশ
(d) ডিকটিওজোম
উত্তর: B
প্রশ্ন:৯
নিউক্লিওলাসের কাজ হল—
(a) RNA সংশ্লেষ
(b) ক্রোমাটিন সঞ্চয়
(c) ক্রোমাটিন সংশ্লেষ
(d) mRNA সঞ্চয়
উত্তর: A
প্রশ্ন:১০
নিউক্লিয়াসের আবরণীটি হল—
(a) ছিদ্রযুক্ত ও একক পর্দাবিশিষ্ট
(b) দ্বিএকক পর্দাবিশিষ্ট ও ছিদ্রযুক্ত
(c) একক পর্দাযুক্ত ও ছিদ্রবিহীন
(d) দ্বিকক পর্দাবিশিষ্ট ও ছিদ্রবিহীন
উত্তর: B

Comments
Post a Comment