বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
কোনটি ETS-কে ইলেকট্রনে স্থানান্তর করে—
(a) ফাইটোক্রোম
(b) FeS
(c) সাইটোক্রোম
(d) b এবং এ উভয়ই
উত্তর: C
প্রশ্ন:২
গ্লুকোজের সম্পূর্ণ জারণের কোন্ দশায় ADP থেকে সর্বাধিক সংখ্যায় ATP অণু—
(a) গ্লাইকোলাইসিস দশায়
(b) ক্রেবস চক্র দশায়
(c) পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল Co-A হওয়ার সময়
(d) ইলেকট্রন পরিবহন চেন দশায়
উত্তর: D
প্রশ্ন:৩
অক্সিডেটিভ ফসফোরাইলেশন ETC-এ কোনটি শেষ ইলেকট্রন গ্রহীতা ?—
(a) H2
(b) Cyt a3
(c) Cyt b
(d) CO2
উত্তর: B
প্রশ্ন:৪
অক্সিডেটিভ ফসফোরাইলেশনের অন্তিম পদার্থ (end product) কোনটি ?
(a) ATP
(b) ATP+H2O
(c) NADH
(d) অক্সিজেন
উত্তর: B
প্রশ্ন:৫
শ্বসনে প্রতি অণু গ্লুকোজ থেকে প্রাপ্ত 36 অণু ATP-এর মধ্যে—
(a) গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বাইরে 2 টি এবং শ্বসন শৃঙ্খলে 34 টি
(b) মাইটোকন্ড্রিয়ার ভেতরে 34 টি
(c) গ্লাইকোলাইসিসে 2 টি এবং ক্রেবস চক্রে 34 টি
(d) সবকটিই মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হয়
উত্তর: B
প্রশ্ন:৬
মাইটোকন্ড্রিয়ার ETS-এ কোন্ একটি উৎসেচক থাকে না ?
(a) Fes প্রোটিয়েজ
(b) গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ
(c) NADH ডিহাইড্রোজিনেজ
(d) সাইটোক্রোম C-অক্সিডেজ
উত্তর: B
প্রশ্ন:৭
এক অণু NADH+H+ থেকে উৎপন্ন হয়—
(a) 2 ATP
(b) 3 ATP
(c) 12 ATP
(d) 6 ATP
উত্তর: B
প্রশ্ন:৮
ইলেকট্রন পরিবহণ তন্ত্র ঘটে—
(a) মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়
(b) মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে
(c) মাইটোকন্ড্রিয়ার ধাত্রে (ম্যাট্রিক্সে)
(d) অক্সিজোমে
উত্তর: B
প্রশ্ন:৯
অক্সিজেন বিজারিত হয়ে জল উৎপন্ন করে—
(a) সন্ধান প্রক্রিয়ায়
(b) কেলভিন চক্রে
(c) ইলেকট্রন পরিবহণ তন্ত্রে
(d) ক্রেবস চক্রে
উত্তর: C
প্রশ্ন:১০
অক্সিডেটিভ ফসফোরাইলেশন যে সময়ে ঘটে সেটি হল—
(a) বাষ্পমােচন
(b) শ্বসন
(c) প্রােটিন সংশ্লেষণ
(d) নাইট্রোজেনের বিপাক
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৫[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৭[NEXT]
✸✸✸

Comments
Post a Comment