ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
নীচের কোনটি দিয়ে পেশি অস্থির সঙ্গে সংলগ্ন থাকে ?
(a) কার্টিলেজ
(b) লিগামেন্ট
(c) টেনডন
(d) প্লাজমা
উত্তর: C
প্রশ্ন:২
নীচের কোনটি এপিথেলীয় কলার অন্তর্গত নয় ?
(a) সরল স্কোয়ামাস
(b) সরল কলামনার
(c) সরল কিউবয়ডাল
(d) অস্থি কলা
উত্তর: D
প্রশ্ন:৩
কোন্ কলার বেশিরভাগ কোশ কোলাজেন ও ইলাসটিন ক্ষরণ করে ?
(a) এপিথেলিয়াল টিস্যু
(b) মাসল টিস্যু
(c) কানেকটিভ টিস্যু
(d) নার্ভাস টিস্যু
উত্তর: C
প্রশ্ন:৪
নীচের কোন্ অনৈচ্ছিক পেশি খাদ্যবস্তুকে মুখগহ্বর থেকে পাকস্থলীতে ঠেলে দেয় ?
(a) সরেখ পেশি
(b) কঙ্কাল পেশি
(c) অরেখ পেশি
(d) হৃদপেশি
উত্তর: C
প্রশ্ন:৫
রক্তবাহের অন্তঃআবরণীতে কোন্ কলা থাকে ?
(a) এপিথিলিয়াল টিস্যু
(b) যােগ কলা
(c) নার্ভাস টিস্যু
(d) পেশি কলা
উত্তর: A
প্রশ্ন:৬
নীচের কোন্ জোড়টি সঠিকভাবে মিল স্থাপন করে না ?
(a) হ্যাভেরসিয়ান তন্ত্র—অস্থি
(b) ফাইব্রোব্লাস্ট—কঙ্কাল পেশি
(c) কনড্রিন—কার্টিলেজ
(d) বেসমেন্ট পর্দা—এপিথেলীয় কলা
উত্তর: B
প্রশ্ন:৭
নীচের কোন্ বৈশিষ্ট্যটি পরিণত লােহিত কণিকার ক্ষেত্রে প্রযােজ্য ?
(a) দ্বিখণ্ডিত নিউক্লিয়াস
(b) নিউক্লিয়াস থাকে না
(c) দুটি সেন্ট্রিওল
(d) অসংখ্য প্লাস্টিড
উত্তর: B
প্রশ্ন:৮
নীচের কোন্ কলা লিউমেনের অন্তঃপ্রাচীরে অবস্থান করে ?
(a) এপিথেলীয় কলা
(b) স্নায়ু কলা
(c) পেশি কলা
(d) যােগ কলা
উত্তর: A
প্রশ্ন:৯
নীচের কোনটি পরস্পর অসদৃশ্য ?
(a) স্নায়ু কলা—সংবাদ পরিবহণ
(b) যােগ কলা—সংযােগ গঠনকারী কলা
(c) পেশিকলা—সংকোচন ও পরিবহণ
(d) এপিথেলীয় কলা—রক্ষণাত্মক ও ক্ষরণ
উত্তর: C
প্রশ্ন:১০
স্তন্যপায়ীদের হ্যাভারসিয়ান তন্ত্র কোন্ তন্ত্রের অন্তর্গত ?
(a) স্নায়ু তন্ত্র
(b) রেচন তন্ত্র
(c) শ্বসন তন্ত্র
(d) কঙ্কাল তন্ত্র
উত্তর: D
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৩[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৫[NEXT]
✸✸✸

Comments
Post a Comment