নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
আরশােলার গিজার্ড বা পেষকের কাজ কী ?
উত্তর:
খাদ্যবস্তু পেষণ করা।
প্রশ্ন:২
রেকটাল প্যাপিলি কী ?
উত্তর:
মলাশয়ের অন্তঃপ্রাচীরে যে আটটি অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে তাদের রেকটাল প্যাপিলি বলে।
প্রশ্ন:৩
আরশােলার প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলি ওমাটিডিয়াম আছে ?
উত্তর:
প্রায় 2000 টি।
প্রশ্ন:৪
লালাগ্রন্থির ক্ষরণ (লালারস) কোথায় জমা হয় ?
উত্তর:
লালাধারে জমা হয়।
প্রশ্ন:৫
পুরুষ আরশােলা ও স্ত্রী আরশােলার গােনােপােফাইসিসকে কী বলে ?
উত্তর:
পুরুষ আরশােলার গােনোপােফাইসিসকে জেনিটালিয়া এবং স্ত্রী আরশােলার ক্ষেত্রে ওভিপােজিটর বলে।
প্রশ্ন:৬
আরশােলার লালাগ্রন্থি কোথায় থাকে ?
উত্তর:
আরশােলার একজোড়া লালাগ্রন্থি গ্রাসনালির দু-পাশে বক্ষ গহ্বরে অবস্থিত।
প্রশ্ন:৭
হেপাটিক সিকার কাজ কী ?
উত্তর:
পাচক রস ক্ষরণ করা।
প্রশ্ন:৮
এরােলিয়াম কী ?
উত্তর:
আরশােলার পায়ের নখর বা ক্ল দুটির মাঝে যে ফাঁপা নরম গদির মতাে অংশে থাকে তাকে এরােলিয়াম বলে।
প্রশ্ন:৯
হেপাটিক সিকা কোথায় থাকে ?
উত্তর:
গিজার্ড ও মেসেনটেরনের সংযােগস্থলে 5-8টি হেপাটিক সিকা থাকে।
প্রশ্ন:১০
আরশােলার ক্রপের কাজ কী ?
উত্তর:
গৃহীত খাদ্যবস্তুকে সাময়িকভাবে সঞ্চয় করে।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১২[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৪[NEXT]
✸✸✸
Comments
Post a Comment