বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
আরশােলার গিজার্ড বা পেষকের কাজ কী ?
উত্তর:
খাদ্যবস্তু পেষণ করা।
প্রশ্ন:২
রেকটাল প্যাপিলি কী ?
উত্তর:
মলাশয়ের অন্তঃপ্রাচীরে যে আটটি অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে তাদের রেকটাল প্যাপিলি বলে।
প্রশ্ন:৩
আরশােলার প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলি ওমাটিডিয়াম আছে ?
উত্তর:
প্রায় 2000 টি।
প্রশ্ন:৪
লালাগ্রন্থির ক্ষরণ (লালারস) কোথায় জমা হয় ?
উত্তর:
লালাধারে জমা হয়।
প্রশ্ন:৫
পুরুষ আরশােলা ও স্ত্রী আরশােলার গােনােপােফাইসিসকে কী বলে ?
উত্তর:
পুরুষ আরশােলার গােনোপােফাইসিসকে জেনিটালিয়া এবং স্ত্রী আরশােলার ক্ষেত্রে ওভিপােজিটর বলে।
প্রশ্ন:৬
আরশােলার লালাগ্রন্থি কোথায় থাকে ?
উত্তর:
আরশােলার একজোড়া লালাগ্রন্থি গ্রাসনালির দু-পাশে বক্ষ গহ্বরে অবস্থিত।
প্রশ্ন:৭
হেপাটিক সিকার কাজ কী ?
উত্তর:
পাচক রস ক্ষরণ করা।
প্রশ্ন:৮
এরােলিয়াম কী ?
উত্তর:
আরশােলার পায়ের নখর বা ক্ল দুটির মাঝে যে ফাঁপা নরম গদির মতাে অংশে থাকে তাকে এরােলিয়াম বলে।
প্রশ্ন:৯
হেপাটিক সিকা কোথায় থাকে ?
উত্তর:
গিজার্ড ও মেসেনটেরনের সংযােগস্থলে 5-8টি হেপাটিক সিকা থাকে।
প্রশ্ন:১০
আরশােলার ক্রপের কাজ কী ?
উত্তর:
গৃহীত খাদ্যবস্তুকে সাময়িকভাবে সঞ্চয় করে।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১২[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৪[NEXT]
✸✸✸

Comments
Post a Comment