বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
আলােক দশা ও অন্ধকার দশার বিক্রিয়াগুলি কোথায় ঘটে ?
উত্তর:
আলােক দশার বিক্রিয়াগুলি ক্লোরােপ্লাস্টের গ্রানা অংশে ও অন্ধকার দশার বিক্রিয়াগুলি ক্লোরােপ্লাস্টের স্ট্রোমা অংশে ঘটে।
প্রশ্ন:২
রিডাকটিভ পেন্টোজ ফসফেট চক্র কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর:
C3 উদ্ভিদের ক্লোরােপ্লাস্টের স্ট্রোমাতে।
প্রশ্ন:৩
আলােকশ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় কি ?
উত্তর:
আলােকশ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় না বরং শক্তির ব্যয় হয়।
প্রশ্ন:৪
জাইলুলােজ 5-ফসফেট ক্লোরােপ্লাস্টের কোন্ স্থানে গঠিত হয় ?
উত্তর:
স্ট্রোমা অঞ্চলে।
প্রশ্ন:৫
আলােক দশায় শেষ উৎপাদিত বস্তুগুলি কী ?
উত্তর:
আলােক দশায় শেষ উৎপাদিত বস্তুগুলি হল ATP, NADPH+H+, O2, এবং জল।
প্রশ্ন:৬
সবুজ সালফার ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর:
Chlorobium sp, Chloropseudomonas sp।
প্রশ্ন:৭
RHP-এর সম্পূর্ণ নাম লেখাে।
উত্তর:
Rhodospirillum Heme Protein।
প্রশ্ন:৮
অন্ধকার দশায় শেষ উৎপাদিত বস্তুগুলি কী ?
উত্তর:
অন্ধকার দশায় শেষ উৎপাদিত বস্তুগুলি হল শর্করা, RuBP, NADP+, ADP ও Pi।
প্রশ্ন:৯
C2 পথে কোশের কোন্ অংশে গ্লাইকোলেট থেকে গ্লাইঅক্সিলেট উৎপন্ন হয় ?
উত্তর:
মেসােফিল কোশে পারঅক্সিজোমে গ্লাইকোলেট থেকে গ্লাইঅক্সিলেট উৎপন্ন হয়।
প্রশ্ন:১০
কোন্ সালােকসংশ্লেষীয় রঞ্জক থেকে ভিটামিন-A উৎপন্ন হতে পারে ?
উত্তর:
বিটা ক্যারােটিন (β-carotene) থেকে।

Comments
Post a Comment