নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
ইলেকট্রন পরিহণ তন্ত্র (ETS) কোথায় সংঘটিত হয় ?
উত্তর:
ইলেকট্রন পরিবহণ তন্ত্রের ক্রিয়া মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ঘটে।
প্রশ্ন:২
দুগ্ধজাত পদার্থ উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Lactobacillus lactis।
প্রশ্ন:৩
ইথাইল অ্যালকোহল উৎপাদনকারী ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম লেখাে।
উত্তর:
Saccharomyces cerevisiae।
প্রশ্ন:৪
RBC-তে ক্রেবস্ চক্র হয় না কেন ?
উত্তর:
পরিণত RBC-তে মাইটোকন্ড্রিয়া থাকে না বলে এতে ক্রেবস চক্র এবং (প্রান্তীয় শ্বসন) সংঘটিত হয় না।
প্রশ্ন:৫
TCA চক্রে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডগুলি কী ?
উত্তর:
সাইট্রিক অ্যাসিড, সিস্-অ্যাকোনাইটিক অ্যাসিড, আইসােসাইট্রিক অ্যাসিড ও অক্সালাে সাক্সিনিক অ্যাসিড।
প্রশ্ন:৬
সেলুলেজ (cellulase) উৎসেচক উৎপাদক একটি ছত্রাকের নাম লেখাে।
উত্তর:
Aspergillus oryzae।
প্রশ্ন:৭
ক্রেবস্ চক্রের বিক্রিয়াগুলি কোথায় ঘটে ?
উত্তর:
ক্রেবস্ চক্রের বিক্রিয়াগুলি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ঘটে।
প্রশ্ন:৮
স্ট্রেপ্টোমাইসিন উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Streptomyces griseus।
প্রশ্ন:৯
অ্যাসিটিক অ্যাসিড উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Acetobater aceti।
প্রশ্ন:১০
সবাত শ্বসনে প্রান্তীয় জারক বস্তুটি কী ?
উত্তর:
সবাত শ্বসনে প্রান্তীয় জারক বস্তুটি হল আণবিক অক্সিজেন (O2)।
Comments
Post a Comment