বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
ইলেকট্রন পরিহণ তন্ত্র (ETS) কোথায় সংঘটিত হয় ?
উত্তর:
ইলেকট্রন পরিবহণ তন্ত্রের ক্রিয়া মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ঘটে।
প্রশ্ন:২
দুগ্ধজাত পদার্থ উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Lactobacillus lactis।
প্রশ্ন:৩
ইথাইল অ্যালকোহল উৎপাদনকারী ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম লেখাে।
উত্তর:
Saccharomyces cerevisiae।
প্রশ্ন:৪
RBC-তে ক্রেবস্ চক্র হয় না কেন ?
উত্তর:
পরিণত RBC-তে মাইটোকন্ড্রিয়া থাকে না বলে এতে ক্রেবস চক্র এবং (প্রান্তীয় শ্বসন) সংঘটিত হয় না।
প্রশ্ন:৫
TCA চক্রে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডগুলি কী ?
উত্তর:
সাইট্রিক অ্যাসিড, সিস্-অ্যাকোনাইটিক অ্যাসিড, আইসােসাইট্রিক অ্যাসিড ও অক্সালাে সাক্সিনিক অ্যাসিড।
প্রশ্ন:৬
সেলুলেজ (cellulase) উৎসেচক উৎপাদক একটি ছত্রাকের নাম লেখাে।
উত্তর:
Aspergillus oryzae।
প্রশ্ন:৭
ক্রেবস্ চক্রের বিক্রিয়াগুলি কোথায় ঘটে ?
উত্তর:
ক্রেবস্ চক্রের বিক্রিয়াগুলি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ঘটে।
প্রশ্ন:৮
স্ট্রেপ্টোমাইসিন উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Streptomyces griseus।
প্রশ্ন:৯
অ্যাসিটিক অ্যাসিড উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Acetobater aceti।
প্রশ্ন:১০
সবাত শ্বসনে প্রান্তীয় জারক বস্তুটি কী ?
উত্তর:
সবাত শ্বসনে প্রান্তীয় জারক বস্তুটি হল আণবিক অক্সিজেন (O2)।

Comments
Post a Comment