বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
উদ্ভিদদেহ থেকে জলের বাষ্পীভবনকে বলে—
(a) পরিবহণ
(b) বাষ্পমােচন
(c) নিঃস্রাবণ
(d) টান
উত্তর: B
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ উদ্ভিদের স্টোমাটা খােলে রাতে ও বন্ধ থাকে দিনে ?
(a) সাকুলেন্টস
(b) হাইড্রোফাইটস
(c) মেসােফাইটস
(d) এপিফাইটস
উত্তর: A
প্রশ্ন:৩
বাম্পমােচনের কার্যবর্ণালী হল—
(a) নীল ও হ্রস্ব লাল
(b) সবুজ ও বেগুনি
(c) কমলা ও লাল
(d) নীল ও লাল
উত্তর: D
প্রশ্ন:৪
জলের উর্ধ্বমুখে পরিবহণে সাহায্যকারী শক্তির উৎস হল—
(a) আলােক
(b) গ্লুকোজ
(c) ATP
(d) সূর্যালােক
উত্তর: D
প্রশ্ন:৫
উদ্ভিদ মূলের কাজ হল—
(a) শােষণ
(b) সালােকসংশ্লেষীয় বস্তু সঞ্চয়
(c) হরমােন প্রস্তুত ও কাণ্ডের বৃদ্ধি
(d) সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:৬
অভিস্রবণীয় চাপ, প্রাচীর চাপ ও রসস্ফীতি চাপ-এর মধ্যে সম্পর্ক হল—
(a) TP=OP+WP
(b) OP=TP–WP
(c) WP=TP–OP
(d) OP=TP+WP
উত্তর: B
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনটি মূলরােম করে না—
(a) জল গ্রহণ
(b) অক্সিজেন গ্রহণ
(c) কার্বন ডাইঅক্সাইড গ্রহণ
(d) খনিজ লবণ গ্রহণ
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে সরাসরি জল শােষণ করে ?
(a) অর্কিড
(b) মারগােসা
(c) সরিষা
(d) আম
উত্তর: A
প্রশ্ন:৯
স্টোমাটার চলনে নিম্নলিখিত কোন্ আয়ন সাহায্য করে ?
(a) Zn2+
(b) Mg2+
(c) Mn2+
(d) K+
উত্তর: D
প্রশ্ন:১০
দিনের বেলায় অধিকাংশ উদ্ভিদ ত্যাগ করে — এবং গ্রহণ করে —
(a) CO2, O2
(b) O2, H2O
(c) H2O, O2
(d) H2O, CO2
উত্তর: D
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ২[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৪[NEXT]
✸✸✸

Comments
Post a Comment