বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
নীচের কোনটি আরশােলার রেচন অঙ্গ ?
(a) সবুজ গ্রন্থি
(b) ম্যালপিজিয়ান নালিকা
(c) নেফ্রিডিয়া
(d) সােলেনােসাইট
উত্তর: B
প্রশ্ন:২
আরশােলার স্নায়ুগ্রন্থির সংখ্যা কত ?
(a) বক্ষদেশে 3 জোড়া এবং উদরে 6 জোড়া
(b) বক্ষদেশে 3 টি এবং উদরে 6 টি
(c) বক্ষদেশে 2 জোড়া এবং উদরে 4 জোড়া
(d) বক্ষে 3 জোড়া এবং উদরে 5 জোড়া
উত্তর: A
প্রশ্ন:৩
কোন্ স্থানে শুক্রাণুর পুষ্টি ঘটে ?
(a) শুক্রাশয়
(b) ইউট্রিকুলার গ্রন্থি
(c) ইজাকুলেটরি নালি
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
পুরুষ আরশােলার পায়ু শলাকার সংখ্যা—
(a) 2 টি
(b) 4 টি
(c) 6 টি
(d) 3 টি
উত্তর: B
প্রশ্ন:৫
আরশােলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত ?
(a) 4 টি
(b) 9 টি
(c) 11 টি
(d) 13 টি
উত্তর: D
প্রশ্ন:৬
ফ্যালিক গ্রন্থি থাকে—
(a) পুরুষ আরশােলার দেহে
(b) স্ত্রী আরশােলার দেহে
(c) উভয় আরশােলার দেহে
(d) কেঁচোর দেহে
উত্তর: A
প্রশ্ন:৭
আরশােলার শ্বাসঅঙ্গ কোনটি ?
(a) ফুসফুস
(b) ত্বক
(c) ট্রাকিয়া
(d) ফুলকা
উত্তর: C
প্রশ্ন:৮
আরশােলর পুক্ষাক্ষির অবস্থান কোথায় ?
(a) পার্শ্বীয়
(b) পৃষ্ঠ-পার্শ্বীয়
(c) অঙ্কীয়
(d) কোনােটিই সঠিক নয়
উত্তর: B
প্রশ্ন:৯
আরশােলার ডিমের পরিণতি ও রূপান্তর নীচের কোনটিতে ঘটে ?
(a) ডিম্বাশয়
(b) ওভারিওল
(c) ঊথিকা
(d) স্পার্মাথিকা
উত্তর: C
প্রশ্ন:১০
স্ত্রী-জনন তন্ত্রের অন্তর্গত ডিম্বাশয়ের ওভারিওলের সংখ্যা কটি ?
(a) 6 টি
(b) 8 টি
(c) 10 টি
(d) 4 টি
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৪[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৬[NEXT]
✸✸✸

Comments
Post a Comment